English

33.6 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫
- Advertisement -

যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

- Advertisements -

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ট্রাম্পবিরোধী বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেসসহ নানা জায়গায় সমবেত হয়ে প্রতিবাদ জানান।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে জানায়, নিউ ইয়র্কের ওয়াশিংটন স্কয়ার পার্ক, শিকাগোর ট্রাম্প টাওয়ার, ওয়াশিংটন ডিসি এবং লস অ্যাঞ্জেলেসের সিটি হলের সামনে ট্রাম্পবিরোধী শোভাযাত্রায় হাজার হাজার মানুষ অংশ নিয়েছে।

এর আগে ট্রাম্পের শপথগ্রহণের এক দিন আগে ওয়াশিংটনে হাজার হাজার বিক্ষোভকারী তার এবং তার রিপাবলিকান পার্টির নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন।

২০১৭ সালে যখন ট্রাম্প প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন, তখনো তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। তবে এবারের বিক্ষোভে সেই তুলনায় জনসমাগম কম ছিল।

এদিকে শিকাগোর ট্রাম্প টাওয়ার অতিক্রম করেছেন বিক্ষোভকারীরা। ওয়াশিংটন ডিসিতেও বিক্ষোভ মিছিল দেখা গেছে।

এ ছাড়া লস অ্যাঞ্জেলেসের সিটি হলের বাইরে ট্রাম্পবিরোধী সমাবেশ হচ্ছে।

স্থানীয় সময় গতকাল সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় ট্রাম্প ওয়াশিংটন ডিসির ক্যাপিটল রোটুন্ডায় প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। শপথবাক্য পাঠ করান মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তার আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জেডি ভ্যান্স।

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিসেবে প্রথম ভাষণে বলেছেন, শিগগিরই বাইডেন আমলের সব নির্বাহী আদেশ বাতিল করবেন তিনি। এর কিছুক্ষণ পরই তিনি যেসব নির্বাহী আদেশে সই করেছেন তার মধ্যে শুরুতেই তিনি বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেন। স্থগিতাদেশে সই করার পর ট্রাম্প জনতার উদ্দেশে সেটি তুলে ধরে দেখান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ycuo
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন