English

15 C
Dhaka
শনিবার, জানুয়ারি ৩, ২০২৬
- Advertisement -

শরীয়তপুরে নড়িয়ায় ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে মোটরবাইক চালক নিহত

- Advertisements -

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এরশাদ খান (৩৫) নামে এক ফল ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২ জানুয়ারি) ভোর আনুমানিক ৭টার দিকে নড়িয়া-শরীয়তপুর সড়কের নড়িয়া প্রাণিসম্পদ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এরশাদ খান নড়িয়া পৌরসভার দক্ষিণ নড়িয়া গ্রামের মেছের খার ছেলে এবং নড়িয়া বাজারের একজন ফল ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, এরশাদ খান বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে নড়িয়া বাজারে যাচ্ছিলেন। পথে নড়িয়া প্রাণিসম্পদ অফিসের সামনে একটি সিমেন্টবোঝাই ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে যান এবং ট্রাকের পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ট্রাক ও এর চালককে আটক করে। বিষয়টি নিশ্চিত করে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/yd6s
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন