রাজধানীর ওয়ারী হাটখোলা এলাকার একটি অফিস কক্ষ থেকে সাইদুর রহমান হেলাল (৪৪) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে হাটখোলা রোডে দেলোয়ার কমপ্লেক্সের ৪র্থ তলায় ‘এমবার সাইন্টিফিক’ নামে এক প্রতিষ্ঠান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকারিয়া খান সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নিজ অফিসে ফ্যানের হুকের সঙ্গে গলায় ফাঁস দেন সাইদুর। তবে ফাঁস দেওয়ার কারণ জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিহতের বড় ভাই মোবারক উল্লাহ বাবর ও অন্যান্যরা জানান, তার বাসা ওয়ারীর স্বামীবাগ এলাকায়। আর গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার নুরুল্লাপুর গ্রামে। ৩ সন্তানের জনক তিনি। রাত ৮টার দিকে তার প্রতিষ্ঠানের কর্মচারীদের তিনি ছুটি দিয়ে দেন।
এর কিছুক্ষণ পরই তিনি সেখানে গলায় ফাঁস দেন বলে খবর পান স্বজনরা। পরবর্তীতে সেখানে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। তবে কি কারণে তিনি ফাঁস দিতে পারেন সে বিষয়ে কিছু জানাতে পারেনি স্বজনরা।
