শ্রীলঙ্কা গতকাল স্থানীয় সময় শুক্রবার নতুন বাজেট প্রস্তাব করেছে। সেই বাজেটে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনায় জড়িত যানবাহনের ওপর কর আরোপ করার কথা। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এএফপির ওই প্রতিবেদনে শ্রীলঙ্কার অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে-কে উদ্ধৃত করে বলা হয়েছে, নতুন রাজস্ব প্রস্তাবের আওতায় দুর্ঘটনায় জড়িত যানবাহন করের আওতায় আসবে।
পার্লামেন্টে তিনি বলেছেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত যানবাহনের ওপর একটি ফি আরোপ করা হবে। এতে করে মোটরচালিত যানবাহন দুর্ঘটনার সংখ্যা কমবে বলে মনে করা হচ্ছে।
তবে, দুর্ঘটনার ঘটনায় কর নেওয়ার ব্যাপারে শ্রীলঙ্কার অর্থমন্ত্রী এর বেশি কিছু জানাননি।
এদিকে বিশ্বে বিপজ্জনক সড়কের দেশগুলোর একটি শ্রীলঙ্কা। প্রতি বছ সে দেশের তিন হাজারের বেশি প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়া ২৫ হাজারের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/yejj
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন