দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১১৫৩ জন। মোট শনাক্ত ৫ লাখ ৭১৩ জনে দাঁড়িয়েছে। করোনা শনাক্তের ৯ মাস ১৮ দিনের মাথায় এই সংখ্যা দাঁড়ালো।
এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ৯২৬ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৩৭ হাজার ৫২৭ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ১৬০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২হাজার ৯০০ টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৩১৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত ৩০ লাখ ৭৫হাজার ৬৮০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৬৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৩৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ই মার্চ আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ই মার্চে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/yfe2