শনিবার সকাল ৯ টার দিকে বগুড়া- নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার দরগাহাট বেতার কেন্দ্রের সামনে অজ্ঞাতনামা ট্রাক অটোভ্যানকে ধাক্কা দিলে অটো ভ্যানচালক শাহিনুর ইসলাম (৪৫), অটোভ্যানের যাত্রী ফারুক (৪০), ফারুকের স্ত্রী জুলেখা (৩৫) ও মেয়ে হুমাইরা (৭) গুরুতর আহত হন।
সংবাদ পেয়ে কাহালু ফায়ার স্টেশনের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর ফারুক মারা যান। ফারুক কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভাগদুবড়া গ্রামের রিয়াজুল ইসলামের পুত্র।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ১টার দিকে অটো ভ্যান চালক শাহিনুর ইসলাম ও শিশু হুমাইরা মারা যান। শাহিনুর ইসলাম কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বোরাইল গ্রামের মৃত আব্দুস সামাদের পুত্র।
জানা যায়, ফারুক ও তার স্ত্রী জুলেখা মেয়ে হুমাইরাকে কাহালুর একটি মাদ্রাসায় ভর্তি করানোর জন্য অটো ভ্যানে করে কাহালু আসার পথে তারা এই দুর্ঘটনার শিকার হন। কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুই বিষয়টি নিশ্চিত করেছেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/yh11