কক্সবাজারের উখিয়ার মনখালী সমুদ্র সৈকতে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নসহ একটি মৃত ডলফিন ভেসে এসেছে। এর আগে টেকনাফের শীলখালী সমুদ্র সৈকতেও একই ধরনের একটি মৃত ডলফিন ভেসে আসার ঘটনা ঘটেছে। ধারাবাহিক এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
রবিবার (২১ ডিসেম্বর) সকালে ঢেউয়ের সঙ্গে ভেসে আসা ডলফিনটি মনখালী সমুদ্র সৈকতের বালিয়াড়িতে পড়ে থাকতে দেখা যায়। সন্ধ্যা পর্যন্ত ডলফিনটি ওই স্থানেই পড়ে ছিল।
বিষয়টি নিশ্চিত করে মনখালির বাসিন্দা আবু তাহের জানান, রবিবার সকাল থেকেই বড় আকৃতির একটি মৃত ডলফিন সৈকতের বালিয়াড়িতে পড়ে থাকতে দেখা যায়। ডলফিনটির শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল। সন্ধ্যা পর্যন্ত সেটি সৈকতেই পড়ে ছিল।
স্থানীয় শিক্ষক ইলিয়াস হোসেন জানান, ডলফিনটি জাল বা নৌযানের প্রপেলারের আঘাতে আহত হয়ে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে সংশ্লিষ্ট দপ্তরের তদন্ত প্রয়োজন।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে উপকূলীয় এলাকায় একের পর এক মৃত ডলফিন ভেসে আসার ঘটনায় সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
এ বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, দ্রুত মৃত ডলফিনটি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর টেকনাফের বাহারছড়া উত্তর শীলখালী সমুদ্র সৈকতে শরীরে আঘাতের চিহ্নসহ একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে আসে।
