সড়ক নিরাপত্তা জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৩টায় শাজাহানপুর উপজেলার বনানী বাইপাস এলাকায় শেরপুর হাইওয়ে থানা এ অনুষ্ঠানের আয়োজন করে।
ওসি শেরপুর হাইওয়ে মোঃ রইছ উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ওসি হাইওয়ে কুন্দারহাট মোঃ হাফিজুর রহমান, পরিবহন চালক, জনপ্রতিনিধি, স্থানীয় সুধীজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. শহিদ উল্লাহ।
তিনি বলেন, মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ একা নয়, জনসাধারণ বিশেষ করে পরিবহন চালকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত লেন ব্যবহার, অতিরিক্ত গতিসীমা এড়িয়ে চলা সড়ক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুর্ঘটনার হার কমাতে হাইওয়ে পুলিশ নিয়মিত টহল বাড়িয়েছে। বিশেষ ঝুঁকিপূর্ণ স্থানে অতিরিক্ত নজরদারি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও সহযোগিতা বৃদ্ধি করা। জনগণের সহযোগিতা ছাড়া টেকসই নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব নয়।
সমাবেশে বক্তারা বলেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হলে চালকদের প্রশিক্ষণ, যাত্রীদের সচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগের পাশাপাশি সমন্বিত কাজ প্রয়োজন। তারা হাইওয়ে পুলিশকে আরও বেশি তৎপর হওয়ার পরামর্শ দেন।
সমাবেশে সিএনজি, অটোরিকশা, পিকআপ, ট্রাকসহ বিভিন্ন পরিবহনের চালকরা উপস্থিত ছিলেন। চালকরা সড়কে অবৈধ স্ট্যান্ড, বেপরোয়া ওভারটেকিং, ফুটপাত দখল, রাস্তার খানাখন্দ ও রাতের বেলা পর্যাপ্ত আলোর অভাবসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
