চলতি বছরের প্রথম ছয় মাসেই দক্ষিণ আমেরিকার কলোম্বিয়ায় অ্যামাজন বনে ৪২ হাজার হেক্টর (এক লাখ পাঁচ হাজার দুই শ’ ৬৭ একর) বনভূমি ধ্বংস করা হয়েছে। কলোম্বিয়ায় বনভূমি সংরক্ষণে কঠিন আইন ও বনভূমি ধ্বংসে ১৫ বছরের কারাদণ্ডের বিধান থাকলেও অব্যাহতভাবে বিপুল বনভূমি ধ্বংস হচ্ছে।
দেশটির পরিবেশমন্ত্রী কার্লোস এডওয়ার্ডো কোরেয়া গত মঙ্গলবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, কলোম্বিয়ার বনভূমি সংরক্ষণ আমাদের অগ্রাধিকারের বিষয়। এই বিপর্যয় (বনভূমি ধ্বংস) বন্ধ করার জন্য আমরা সবধরণের ব্যবস্থা নিচ্ছি।
উল্লেখ্য, কলোম্বিয়ার কাকেটা, মেটা ও গাভিয়ারে প্রদেশের ধ্বংস করা এই বনভূমি গত বছরের একই সময় পর্যন্ত ধ্বংস বনভূমির পরিমাণ থেকে ৩৪ ভাগ কম। ২০২০ সালের জুন পর্যন্ত এই তিন প্রদেশে অ্যামাজনের বনভূমি ধ্বংস হয় মোট ৬৪ হাজার পাঁচ শ’ হেক্টর (এক লাখ ৫৯ হাজার তিন শ’ ৮৩ একর)।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/yknv
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন