দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৩৬ জন। গতকাল ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৫১৯ জন। সে হিসাবে আজ আক্রান্তের সংখ্যা কমেছে। আর গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুবরণ করেছেন ৪৫ জন। গতকাল ২৪ ঘণ্টায় মারা যান ৫৪ জন। এ হিসাবে মৃত্যুর সংখ্যাও কমেছে।
আজ বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট টেস্ট ১৫১২৪ জনের নমুনা টেস্ট করা হয়।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ২৭৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৯২ হাজার ৪৫৮ জন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ylj8
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন