English

25.8 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
- Advertisement -

শ্রীমঙ্গলে গরু ও প্রাইভেট কারসহ চার চোরকে আটক

- Advertisements -

বৃহস্পতিবার (১৮ মার্চ) মৌলভীবাজার এর শ্রীমঙ্গল থানায় ৮টি গরু একটি প্রাইভেট কার (চট্র মেট্রো ক ০২-২৫২৭) সহ চার গরুচোরকে আটক করেন শ্রীমঙ্গল থানা পুলিশ।শ্রীমঙ্গল থানা সুত্রে জানাযায় জনৈক হারিছ মিয়া(৪৫) পিতা-মৃত ছত্তার মিয়া, সাং-লামুয়া, ৫নং কালাপুর ইউপি, থানা-শ্রীমঙ্গল,জেলা-মৌলভীবাজার, বিগত মঙ্গলবার(১৬ মার্চ)শ্রীমঙ্গল থানায় হাজির হইয়া দুইটি গরু চুরির মর্মে অভিযাগ দায়ের করেন ।এরপরে গাপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)‡মাঃ ûমায়ুন কবির’এর নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসার এসআই মাহাম্মদ আলমগীর সঙ্গীয় এএসআই সা‡রায়ার হাসেন সহ অন্যান্য অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী আ‡নায়ার হাসেন (৩০) পিতা-শেখ

হায়দার আলী, সাং-ভাগলপুর, ২। সাদ্দাম মিয়া (২০) পিতা-মৃত মছদ্দর আলী, সাং-লামুয়া, ৩। দি‡লায়ার মিয়া (২২) পিতা-আজিত মিয়া, সাং-মাইজদি পাহাড়, সর্ব থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার দেরকে ভুনবীর চৌমুহনা হইতে গরু চুরিতে ব্যবহত ০১টি কার গাড়ী সহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকের জিজ্ঞাসাবাদে তাহাদের দেওয়া তথ্য মতে মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন ডেফল উড়া গ্রামের গরু চোর সর্দার দরুদ মিয়ার ভাই রউফ মিয়ার ‡গায়াল ঘর হইতে বাদির চুরি যাওয়া ০২(দুই)টি গরু সহ ০৪(চার)টি উদ্ধার করা হয়। আসামীদের দেওয়া তথ্য মতে গরু চোর সর্দার দুরুদ মিয়ার বাড়ির আশপাশে অন্যান্য ঘর হইতে চোরাই সন্ধেহে আরা ০৪(চার)টি গরু সহ সর্বমাট ০৮(আট) টি গরু উদ্ধার করা হয়। শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা ûমায়ুন কবীর জানান বর্নিত মামলার বাদির দুইটি গরু সহ উদ্ধারকৃত গরু গুলি বিজ্ঞ আদালতের মাধ্যমে প্রকৃত মালিকের জিম্মায় প্রদান করা হইবে। উক্ত ঘটনার সহিত জড়িত সকল আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।উল্লেখ্য যে, গরুচোর সদার দরুদ মিয়ার বাড়ি হইতে মৌলভীবাজার জেলার আন্তঃ জেলা গাড়ী চোর আশরাফ ‡হাসেন রনি(২৮) পিতা-‡মাশারফ ‡হাসেন, সাং-শিবির ‡রাড জয়পাশা, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজারকে আটক করা হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ym8n
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন