বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রাজকুমার রাও ও পত্রলেখা কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন। চতুর্থ বিবাহবার্ষিকীর দিনেই দম্পতির ঘরে এলো কন্যাসন্তান। শনিবার (১৫ নভেম্বর) সকালে ইনস্টাগ্রাম পোস্টে সুখবর দিয়েছেন রাজকুমার। বলিউডি দম্পতির এই আনন্দঘন সংবাদে ভক্তরাও ভরিয়ে দিচ্ছেন ভালোবাসা ও শুভকামনায়।
রাজকুমার–পত্রলেখা যৌথভাবে পোস্ট করে জানিয়েছে, “আমাদের চতুর্থ বিবাহবার্ষিকীতে ঈশ্বর আমাদের সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ দিয়েছেন।” পোস্টটি প্রকাশ হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলিব্রিটিরা শুভেচ্ছা জানায়। বরুণ ধাওয়ান খুশি হয়ে মন্তব্য করেন, “ওয়েলকাম টু দ্য ক্লাব গাইস।” অভিনন্দন জানিয়েছেন সোনম কাপুর, নেহা ধুপিয়া, ভারতী সিং, অনিল কাপুরসহ আরও অনেকে।
২০১০ সালে প্রথম দেখা, দীর্ঘ প্রেম, তারপর ২০২১ সালের ১৫ নভেম্বর চণ্ডীগড়ে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়েন রাজকুমার-পত্রলেখা। সেই বিয়ের বিশেষ আলোচনার বিষয় ছিল পত্রলেখার ওড়না—যাতে বাংলায় লেখা ছিল, “আমার পরাণ ভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করলাম।”
