English

28 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫
- Advertisement -

বিআরটিএ-র আয়োজনে বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন: নিসচার অংশগ্রহন

- Advertisements -

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি’—এই প্রতিপাদ্যে বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বিআরটিএ বগুড়া সার্কেলের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক চত্বরের বটতলা থেকে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদ হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) শহিদ উল্লাহ, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, বিআরটিএ বগুড়ার সহকারী পরিচালক হারুন-উর-রশিদ, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. নাফিউর রহমান, বিআরটিএ বগুড়ার ড্রাইভিং কর্মকর্তা আশরাফুল আলম, বগুড়া জেলা বাস-মিনিবাস-কোচ পরিবহন মালিক সমিতির সভাপতি একে এম তৌহিদুল আলম মামুন, আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রাসেল মণ্ডল এবং জেলা নিরাপদ সড়ক চাই-এর সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ প্রমুখ।

এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা দিন দিন বাড়ছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা, ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার এবং নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে।

নিসচা প্রতিনিধিরা বলেন —“ইলিয়াস কাঞ্চনর স্বপ্ন, নিরাপদ সড়ক নিশ্চিত করা — এটি এখন জাতীয় দায়িত্বে পরিণত হয়েছে। সবাই মিলে আইন মানলে ও সচেতন হলে সড়ক দুর্ঘটনা অনেক কমে আসবে।”

বক্তারা আরও বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিতে চালক, যাত্রী, পথচারীসহ সবাইকে দায়িত্বশীল হতে হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ysn5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন