English

16 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ২, ২০২৬
- Advertisement -

নতুন বছরে তিন মাইলফলকের সামনে দাঁড়িয়ে কোহলি

- Advertisements -

বিরাট কোহলির ক্যারিয়ারে ২০২৫ সালটা ছিল স্মরণীয়। ভারতের সাবেক অধিনায়ক হিসেবে তিনি আইপিএলে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটান। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্রথমবারের মতো শিরোপা এনে দেওয়ার পাশাপাশি জাতীয় দলের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতেন তিনি।

বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে করেন দুটি শতক। সব মিলিয়ে ২০২৬ সালও কোহলির জন্য হতে যাচ্ছে আরেকটি বিশেষ বছর, যেখানে তিনটি বড় রেকর্ড তাকে হাতছানি দিচ্ছে।

আইপিএলে ৯০০০ রানের অনন্য মাইলফলক

আইপিএলের আসন্ন মৌসুমে মাত্র ৩৩৯ রান করলেই টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৯ হাজার রানের মাইলফলকে পৌঁছে যাবেন কোহলি। এখন পর্যন্ত ২৫৯ ইনিংসে তার রান ৮৬৬১, যা আইপিএলের সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে থাকা রোহিত শর্মার রান ৭০৪৬ (২৬৭ ইনিংস)। পুরো আইপিএল ক্যারিয়ারজুড়ে কোহলি খেলেছেন একমাত্র রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েই। উল্লেখ্য, টানা তিন মৌসুমে তার ব্যাট থেকে এসেছে ৬০০-এর বেশি রান।

ওয়ানডেতে ১৫,০০০ রানের দ্বারপ্রান্তে

ওয়ানডে ক্রিকেটে শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে ১৫ হাজার রান পূর্ণ করার সুযোগ সামনে কোহলির। টেন্ডুলকার ৪৫২ ইনিংসে ১৮,৪২৬ রান করে এখনো একমাত্র ব্যাটার যিনি এই মাইলফলক অতিক্রম করেছেন। কোহলি বর্তমানে ২৯৬ ইনিংসে ১৪,৫৫৭ রান নিয়ে ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এই কীর্তি গড়তে তার দরকার আর মাত্র ৪৪৩ রান।

আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার সম্ভাবনা

২০২৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে বছরের প্রথম ম্যাচেই আরেকটি ঐতিহাসিক রেকর্ড স্পর্শ করতে পারেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে ৬২৩ ইনিংসে তার মোট রান ২৭,৯৭৫। মাত্র ৪২ রান করলেই তিনি কুমার সাঙ্গাকারার ২৮,০১৬ রানের রেকর্ড পেছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে উঠবেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/yuwl
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন