English

31 C
Dhaka
শনিবার, জুলাই ৫, ২০২৫
- Advertisement -

কেউ ভিডিও ভাইরাল করলে সেটার দায় আমার নয়: রুনা খান

- Advertisements -

দর্শকনন্দিত অভিনেত্রী রুনা খান। ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। শারীরিক গঠনে পরিবর্তন ও ভিন্নধর্মী ফটোশুটের কারণে বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন অভিনেত্রী রুনা খান। প্রায় প্রতিদিনই নতুন নতুন রূপে ক্যামেরায় ধরা দিচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তার সেই ছবিগুলো বেশ চর্চিত।

এদিকে কিছুদিন আগে অভিনেতা সম্রাটের সঙ্গে একটি ক্লিপ বেশ ভাইরাল হয়, যা নিয়ে আলোচনা সমালোচনাও হয় অনেক। সোশ্যাল মিডিয়ার এ ধরনের নেগেটিভিটি সম্পর্কে এবার কথা বললেন অভিনেত্রী। সম্প্রতি একটি অনুষ্ঠানে এ বিষয়ে খোলামেলা কথা বলেন রুনা খান।

তিনি বলেন, কারো ব্যক্তিগত অসৎ উদ্দেশ্যে ভাইরাল হলে সেটার দায়ভার তারকাদের নয়।

রুনা খান বলেন, সোশ্যাল মিডিয়ায় আমার শুধু সেটুকুই দায় যেটুকু আমি নিজের পেজ বা হ্যান্ডল থেকে শেয়ার করছি। ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমি যে ছবি, খবর, কাজ মানে আমার অভিনয় বা মডেলিংসংক্রান্ত যা কিছু যা শেয়ার করছি, সেটুকুর দায় শুধু আমার। এ ছাড়া আমি যেহেতু এ দেশের একজন পরিচিত মুখ, কে কোথা থেকে, আড়াল থেকে, পেছন থেকে, অড অ্যাঙ্গেল থেকে ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাইরাল করল, সে দায় একেবারেই আমার নয়। কোনো দিনও হবে না। এখন তো যার হাতে ফোন সেই সাংবাদিক। কোনো নীতিমালা নেই, কী করা যাবে, কী করা যাবে না সে সমস্ত নেই! এ জন্য একটু তো মুশকিলের জায়গায় আছি আমরা।

২০০৫ সালে জনপ্রিয় শিশুতোষ ধারাবাহিক ১২৩ সিসিমপুর এর মধ্যদিয়ে তার পেশাগত অভিনয় জীবনের শুরু।

২০১৭ সালে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ চলচ্চিত্রে জাহিদ হাসানের বিপরীতে অভিনয় করেন তিনি। এই চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/z144
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন