আজ ২৬ নভেম্বর ২০২৫ বুধবার সকাল ১১টায় হোটেল পূর্বানী ইন্টারন্যাশনাল এর বলরুমে (২৬, ২৭ ও ২৮ নভেম্বর ২০২৫) তিন দিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল ও গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে ঢাকার মতিঝিল হোটেল পূর্বানী ইন্টারন্যাশনাল-এ ৩ তিন ব্যাপী ‘ঢাকা ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার ২০২৫’ এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন শিল্প মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোঃ ওবায়দুর রহমান।
গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন এর মহাসচিব, দৈনিক গণকণ্ঠের নির্বাহী সম্পাদক সালাম মাহমুদ এর সভাপতিত্বে এবং গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন এর ভাইস চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসার পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন একুশে পদক বিজয়ী বরেণ্য নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি প্রফেসর ড. হামিদা খানম, নতুনধরা গ্রুপের নির্বাহী পরিচালক সাবেক অতিরিক্ত সচিব আব্দুস সাত্তার শেখ, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নুরুজ্জামান, ওস্তাদ জাহাঙ্গীর রিসোর্ট কক্সবাজার এর কর্ণধার চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম, ভিসতা ইলেক্ট্রনিক্স লিঃ এর পরিচালক এফ এম ইকবাল-বিন আনোয়ার ডন, হোটেল মোহনা ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান মোঃ সাঈদ হাসান, ইউএস বাংলা এয়ারলাইন্স এর জেনারেল ম্যানেজার মোঃ কামরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসলাম শেখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন উদযাপন কমিটির চেয়ারম্যান, কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের চেয়ারম্যান এম এ মোতালেব শরীফ ও অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব, গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের অর্থ সম্পাদক হাফিজ রহমান।অনুষ্ঠানে সংগীত শিল্পী ফেরদৌস আরা ও নারী উদ্যোক্তা কনা রেজাকে আজীবন সম্মাননা অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। অন্যান্য ক্ষেত্রে চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম,অতিথি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সাইফুল ইসলাম সোহেল, ইউএস বাংলার জেনারেল ম্যানেজার মোঃ কামরুল ইসলাম, ভিস্তা ইলেকট্রনিকস এর পরিচালক এ এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, কবি ফেরদৌস সালাম, ড. মোঃ সাদী-উজ-জামান,ইভান শাহরিয়ার সোহাগ,সালাম মাহমুদ,মঞ্জুর হোসেন ঈসা,হাফিজ রহমান, এডলফ খান অ্যাওয়ার্ডে ভূষিত হন।
