English

27.5 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫
- Advertisement -

কেন কখনো অভিনয় করলেন না অমিতাভ-কন্যা শ্বেতা?

- Advertisements -

নাসিম রুমি: বচ্চন পরিবারের সকলেই প্রায় ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। বাবা, মা থেকে ভাই ও ভ্রাতৃবধূ সকলেই অভিনয় জগতের। তবে অনেকের মনেই প্রশ্ন, কেন অমিতাভ কন্যা শ্বেতা কোনো দিন অভিনয়ে এলেন না? পরিবারের পক্ষ থেকে কি বাধা ছিল তার অভিনয়ে? একবার জয়া বচ্চনকে এই বিষয়ে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল।

অনেক ভক্তই জয়াকে জিজ্ঞেস করেন ‘ম্যাম, আপনারা কেন মেয়ে অভিনেত্রী হোক চাইলেন না? ও নিজেও কি কখনো চায়নি? এত সুন্দর দেখতে, বেশ লম্বা। আপনাদের মতো দু’জন এত প্রতিষ্ঠিত বাবা-মা রয়েছেন। তারপরেও কেন এমন সিদ্ধান্ত?’

জবাবে জয়া বচ্চন বলেন, ‘আসলে ও কখনো কোনো উৎসাহ দেখায়নি। ও একেবারে ওর বাবার মতো। আমরাও খুব খুশি হতাম এবং সাপোর্ট করতাম, যদি ও অভিনয় করতে চাইতে।’

বাবা-মায়ের পথ কেন অনুসরণ করলেন না শ্বেতা, যেমনটা তার ভাই করেছেন? শ্বেতা কি সবসময়ই নিজেকে এই জগৎ থেকে অনেকটা দূরে রাখতেই চেয়েছিলেন। যদিও একবার শ্বেতা নিজেই জানিয়েছিলেন, তিনি অভিনয়ের চেষ্টা করেছিলেন। তবে ভাগ্য একেবারে অন্যরকম পরিকল্পনা করে রেখেছিল তার জন্য।

শ্বেতার কথায়, ‘স্কুলে পড়াকালীন আমি অডিশন দিয়েছিলাম অনেক। আমার চেহারায় সবচেয়ে পজিটিভ দিক হলো উচ্চতা। সেদিন সকলের সঙ্গে জমিয়ে অভিনয়ের মাঝে হঠাৎ একজনের পায়ে টান লেগে আমার স্কার্ট ছিঁড়ে যায় কিছুটা অংশ। আমি খানিক ঘাবড়ে গিয়ে কেঁদে ফেলি। টিচার বলেছিলেন, কোনো ব্যাপার না। সবাই যখন ঘুরবে তখন তুমি দাঁড়িয়ে থেকো। ঘুরতে হবে না। তবে আমায় দেখে সকলের মনে হয়েছিল আমি স্টেপ ভুলে গিয়েছি। তারপর থেকে শপথ নিয়েছিলাম আর কখনো মঞ্চে উঠব না।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zeb2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন