ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ: বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জে নিরাপদ সড়ক চাই এর ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এবারের জাতীয় নিরাপদ সড়ক দিবসের মূল প্রতিপাদ্য ছিল, “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যে সোমবার ( ১লা) ডিসেম্বর সকাল ১০ টায় কিশোরগঞ্জ জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পুনরায় একই স্থানে সংক্ষিপ্ত সংসমাবেশে মিলিত হয়।
নিসচা কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দীন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল।
বিশেষ অতিথি হিসাবে বিআরটিএ কিশোরগঞ্জ এর সহকারী পরিচালক মো: কামরুজ্জামান, জেলা সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ জাভেদ রহিম, ট্রাফিক ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক মোকাররম হোসেন শোকরানা বক্তব্য রাখেন।
এ সময় নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি বদরুল হুদা সোহেল, আব্দুল হালিম তালুকদার, মো. রুহুল আমিন,যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল বাহার বুলবুল, আলী রেজা সুমন,অর্থ সম্পাদক কামরুল হাসান বাদল,প্রচার সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, যুব বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবীর, আইন বিষয়ক সম্পাদক শাহ মো. আশ্রাফ উদ্দিন দুলালন, প্রকৌশলী আব্দুল কাইয়ুম আকন্দ,সাংবাদিক শফিক কবীর, মো. হাবিবুল্লা বাহার রানা,শফিকুর রহমান,বুলবুল আহমেদ শামীমা বেগম রিমা,শরিফা আক্তার মশগুল সদর উপজেলা শাখার সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। একি সময়ে যাত্রী চালক ও পথচারীদের মাঝে ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়।
বক্তারা তাদের বক্তব্যে নিসচা’র সৃষ্টি ও বিগত দিনের প্রশংসনীয় কার্যক্রম তুলে ধরে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি ও ট্রাফিক আইন মেনে চলার ওপর জোর দিয়ে সড়ক দুর্ঘটনা রোধে সকলকে নিয়ম মেনে চলার আহ্বান জানান।
এসময় নিসচা জেলা ও উপজেলা কমিটির সকল সদস্য এবং জেলা রোভার স্কাউটের সদস্যগণ উপস্থিত ছিলেন
