English

29 C
Dhaka
শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫
- Advertisement -

ট্রাম্প এনেছেন ‘ট্রাম্প কার্ড’

- Advertisements -

এসে গেল বহুল আলোচিত ‘ট্রাম্প কার্ড’। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার নতুন ওই প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে ৫ মিলিয়ন ডলার মূল্যে মার্কিন নাগরিকত্ব পেতে একটি প্রিমিয়াম রুট হিসেবে বর্ণনা করেছেন।

মার্কিন সরকারের অফিসিয়াল ওয়েবসাইট TrumpCard.gov-এ গেলে ট্রাম্পের ছবি, স্বাক্ষর এবং নামসহ চকচকে সোনালী রঙের কার্ডের একটি ছবি দেখা যাচ্ছে। নিচে থাকা ফর্মে নাম, ইমেইল, জন্মস্থান এবং আবেদনকারী ব্যক্তিগত ভাবে নাকি ব্যবসায়িক আবেদন করছেন এসব প্রাথমিক বিবরণ জানতে চাওয়া হচ্ছে।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ওয়েব অ্যাড্রেসটিসহ ট্রাম্প পোস্ট করে জানিয়েছেন, পাঁচ মিলিয়ন ডলারের বিনিময়ে, ট্রাম্প কার্ড আসছে! পোস্টটিতে তিনি আরও লেখেন, “হাজার হাজার মানুষ ফোন করে জানতে চাইছেন, কীভাবে তারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ এবং বাজারে প্রবেশাধিকার পেতে একটি সুন্দর পথে আসতে পারেন”। তিনি আরও লেখেন, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার “অপেক্ষমান তালিকা এখন উন্মুক্ত”।

ট্রাম্প দাবি করেছেন, কার্ডটি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার পথ করে দেবে। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, এটি তাৎক্ষণিক প্রবেশ বা নাগরিকত্বের নিশ্চয়তা দিচ্ছে না। তিনি জানান, কার্ডটি কিছুটা গ্রিন কার্ডের মতো, তবে তা আরও উঁচু মানের সুবিধা দেবে।

ট্রাম্প প্রশাসন জোর দিয়ে বলছে, নতুন এই কার্ডের জন্য মার্কিন কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন নেই। কারণ এটি সরাসরি নাগরিকত্ব প্রদান করে না। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছেন, দ্রুতই আরও তথ্য প্রকাশ করা হবে।

বিদ্যমান মার্কিন নাগরিকত্ব ব্যবস্থার অধীনে, অভিবাসীদের সাধারণত কমপক্ষে পাঁচ বছরের জন্য বৈধ স্থায়ী বাসিন্দা হতে হবে, বয়স এবং ভাষার মানদণ্ড পূরণ করতে হবে এবং তাদের একটি পরিষ্কার রেকর্ড থাকতে হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zhzz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

ফারিণের মানবিক আবেদন

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন