English

28 C
Dhaka
সোমবার, অক্টোবর ২০, ২০২৫
- Advertisement -

বরিশালে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক চাই

- Advertisements -

গাছ লাগাই পরিবেশ বাঁচাই, সবুজ বনায়ন করি সুস্থ স্বাভাবিক জীবন গড়ি এই স্লোগান বাস্তবায়নে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) কম্পাউন্ডে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলা কমিটি।

আজ রোববার (১৯ অক্টোবর) দুপুর ১টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক মো: রুহুল আমীনের নেতৃত্বে বৃক্ষ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা: এ.কে.এম মশিউল মুনীর।

নিসচার বৃক্ষ রোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী, প্রচার ও প্রচারণা সম্পাদক রবীন্দ্রনাথ রবীন, ক্রীড়া সম্পাদক মো: আকতার হোসেন, দূর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক এস.এম রুবেল মাহমুদ, যুব বিষয়ক সম্পাদক মো: মেহেদী হাসান দিপু, সাংস্কৃতিক সম্পাদক মো: জিয়াদ হোসেন, নারী বিষয়ক সম্পাদিকা মোসা: জিন্নাতুন নাজিফা সোমাসহ অন্যান্যরা।

বৃক্ষ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শেবাচিম পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা: মশিউল মুনীর বলেন, নিরাপদ সড়ক চাই বরিশাল জেলা কমিটি সড়কে শৃঙ্খলা রক্ষাসহ সবসময় সামাজিক এবং জনবান্ধব কার্যক্রম পরিচালনা করে। আজ আমার প্রতিষ্ঠানে বনজ এবং ঔষধী গাছের চারা রোপণ করেছে এবং আমি নিজেও একটি চারা রোপণ করেছি। আমি আশা করছি তাদের এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

এ বিষয় সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী বলেন, আজ ১ম দিনে আমরা বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ৫০টি গাছের চারা রোপণ করেছি। মোট ২০০ টি গাছ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে আগামীকাল আবারও এই বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করবো।

কর্মসূচি শেষে অধ্যাপক মো: রুহুল আমিন বলেন, আমরা এ বছর হাসপাতালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষ রোপণ করেছি। এর আগে চাঁদপাশা স্কুল এন্ড কলেজে প্রায় শতাধিক গাছের চারা রোপণ করেছি আমাদের এই কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zmqk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন