ঝালকাঠি সদরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় ইউপি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তারা জানান, বাসটি ভান্ডারিয়া থেকে বরিশালে যাচ্ছিলো।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/zmso