জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ প্রতিপাদ্য – গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি এই শ্লোগানে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুক্রবার বেলা ১১.০০ টায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মিনহাজুল ইসলাম, দৈনিক সভ্যতার আলোর সম্পাদক ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাছির উদ্দিন উজ্জ্বল, বীরমুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু, মুন্সীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র সোহেল রানা রানু, এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ তাজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মোঃ পিয়ার হোসেন মোল্লা, সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জীবন, অর্থ সম্পাদক মোঃ ইব্রাহীম মিয়া, যুব সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রকাশনা সম্পাদক মোঃ মাওলাদ হোসেন মোল্লা, প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম, কার্যকরী সদস্য মোঃ হানিফ সর্দার, মোঃ নাঈমুর রহমান নূর প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন টংগীবাড়ী উপজেলা শাখার সভাপতি এম জামাল হোসেন মন্ডলসহ অনলাইন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আলোচনা সভা শেষে নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার আয়োজনে একটি র্যালী বের করা হয়।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/zmu7