আগামী বছরের ফুটবল বিশ্বকাপের টিকিটের আকাশছোঁয়া দাম দেখে ক্ষুব্ধ হয়ে উঠেছেন বিশ্বজুড়ে সমর্থকরা। ফুটবল সাপোর্টার্স ইউরোপ ও ইংল্যান্ড ফ্যানস এমব্যাসির মতে, ফিফার এই সিদ্ধান্ত সাধারণ দর্শকদের প্রতি চরম বিশ্বাসঘাতকতা।
বিবিসির তথ্য অনুযায়ী, ফাইনালের সবচেয়ে কম দামি টিকিটের মূল্যই ৩ হাজার ১১৯ পাউন্ড, যা প্রায় ৪ হাজার ১৮৫ মার্কিন ডলার। ‘সাপোর্টার স্ট্যান্ডার্ড’ টিকিটের দাম ৪ হাজার ১৬২ পাউন্ড এবং ‘সাপোর্টার প্রিমিয়াম’ শ্রেণির টিকিটের মূল্য ৬ হাজার ৬১৫ পাউন্ড পর্যন্ত।
২০২২ সালে কাতার বিশ্বকাপের সবচেয়ে কম দামের টিকিট ছিল মাত্র ৪৫০ পাউন্ড। অর্থাৎ এবার দাম বেড়েছে প্রায় সাত গুণ।
শিশু বা বিশেষ কোনো গোষ্ঠীর জন্য ছাড় নেই। এমনকি এবার গ্রুপ পর্বের টিকিটও নির্দিষ্ট মূল্যে নয়—দলের জনপ্রিয়তার ভিত্তিতে দাম নির্ধারণ করা হয়েছে। ফলে ইংল্যান্ড, ব্রাজিল বা অন্যান্য জনপ্রিয় দলের ম্যাচ দেখতে সমর্থকদের দিতে হবে উল্লেখযোগ্য পরিমাণ অতিরিক্ত অর্থ।
উদাহরণ হিসেবে, ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে ১ হাজার ৯৯৮ পাউন্ড, ৩৭৩ পাউন্ড ও ৫২৩ পাউন্ড। তবে তুলনামূলক কম জনপ্রিয় দলের ম্যাচে টিকিটের দাম অনেক কম।
কোয়ার্টার ফাইনালের টিকিট ৫০৭-১ হাজার ৭৩ পাউন্ড এবং সেমিফাইনালে ৬৮৬-২ হাজার ৩৬৩ পাউন্ড। পুরো টুর্নামেন্টে আটটি ম্যাচ দেখার মোট খরচ দাঁড়াতে পারে ৫ হাজার ২২৫ থেকে ১২ হাজার ৩৫৭ পাউন্ড পর্যন্ত। যা ২০২২ সালের তুলনায় বহু গুণ বেশি।
লটারি (ব্যালট) প্রক্রিয়া শুরু হওয়ায় এখনই সমর্থকরা টিকিটের আসল মূল্য সম্পর্কে জানতে পারছেন, তবে ফিফা এখনও তাদের মূল্য নির্ধারণ নীতির বিষয়ে কোনো মন্তব্য করেনি।
