গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, নির্বাচনের আগে গণভোট আয়োজন সম্ভব নয়। কোনও কারণে যদি নির্বাচন পিছিয়ে যায়, তবে তা দেশের জন্য বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করবে। আমরা চাই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে যেকোন মূল্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক।
বুধবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, নির্বাচন সময়সীমার মধ্যে হওয়ায় এই মুহূর্তে কোনো জোট গঠনের সুযোগ নেই। বর্তমানে তারা নির্বাচনী প্রচারণায় মনোযোগ দিচ্ছেন। অনেক দল থেকে প্রার্থীরা গণঅধিকার পরিষদে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া এনসিপি থেকেও কিছু নেতা আমাদের সাথে যোগ দেবেন। জুলাই সনদ সংক্রান্ত কোনো জটিলতা নেই।
হবিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি সিরাজুল ইসলাম সমাবেশের সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম পরিচালনা করেন। এতে প্রধান বক্তা ছিলেন হবিগঞ্জ-৩ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আশরাফুল বারী চৌধুরী নোমান। সমাবেশে কেন্দ্রীয় ও জেলা গণঅধিকার পরিষদের নেতারা বক্তব্য রাখেন।
