!নাসিম রুমি: সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এক নতুন ট্রেন্ড। টাইমলাইন স্ক্রল করলেই দেখা যাচ্ছে, কারও পাশে দাঁড়িয়ে আছেন শাহরুখ খান! কোথাও আবার ঝলমলে সেলফি, ক্যাপশনে লেখা, ‘স্বপ্ন সত্যি হল’ বা ‘দেখা হয়েই গেল’। কিন্তু একটু খেয়াল করলেই বোঝা যায়, শাহরুখ নন, এগুলো আসলে এআই দিয়ে বানানো ছবি। আর এই নিয়েই মেতে উঠেছেন নেটিজেনরা। কেউ অবাক হচ্ছেন, কেউ আবার মজার ছলে লাইক-শেয়ার দিচ্ছেন।
কিন্তু প্রশ্ন হচ্ছে, এভাবে পোস্ট করা কতটা নিরাপদ? উত্তরটা ভয় ধরানো, ঝুঁকি আছে; তবে আপনি যদি ভারতীয় হন সেক্ষেত্রে।
ভারতের আইন অনুযায়ী, কোনো সেলিব্রিটির নাম, ছবি, কণ্ঠস্বর বা বিশেষ ভঙ্গি অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। একে বলে রাইটস অফ পাবলিসিটি বা ব্যক্তিত্ব অধিকার। এর সঙ্গে জড়িয়ে আছে কপিরাইট, ট্রেডমার্ক, আইটি আইন এবং ভোক্তা সুরক্ষা আইনও।
মানে, এআই দিয়ে শাহরুখকে পাশে দাঁড় করিয়ে যদি সেটা ব্যবসায়িক কাজে ব্যবহার হয়, বড়সড় বিপদ হতে পারে। আদালত ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারণ করবে উদ্দেশ্য দেখে। মজা বা ব্যক্তিগত পর্যায়ে হলে শাস্তি তুলনামূলক হালকা হতে পারে।
আগে অমিতাভ-জয়া বচ্চন বা অনিল কাপুরের ছবিও অনুমতি ছাড়া ব্যবহারের ঘটনায় কোটি টাকার ক্ষতিপূরণ দাবি উঠেছিল। তাই ক্ষতির অঙ্ক ১০ লাখ থেকে কয়েক কোটি রুপিও হতে পারে।
আর শাহরুখের ক্ষেত্রে বিষয়টা আরও স্পর্শকাতর। কারণ তিনি ভারতের সবচেয়ে দামী ব্র্যান্ডদের একজন। একটা বিজ্ঞাপনের জন্যই নেন ৮–১০ কোটি রুপি। সেক্ষেত্রে তার এআই-তৈরি ছবি যদি কোনো বিজ্ঞাপনে অনুমতি ছাড়া ব্যবহার হয়, ক্ষতিপূরণ ৫ থেকে ২০ কোটি পর্যন্তও উঠতে পারে।