English

38 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
- Advertisement -

নওগাঁর পত্নীতলায় মানবাধিকার দিবস পালিত

- Advertisements -

নওগাঁর পত্নীতলায় “হে বিশ্ববাসী সুন্দর পৃথিবীতে শান্তিতে বাঁচতে দাও ” এই স্লোগানে শুক্রবার ১০ঐ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার পালিত হয়েছে।সকাল ১১টায় পত্নীতলা প্রাণকেন্দ্র নজিপুর শহরের নৌকা চত্বরে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ও আইন সহায়তা কেন্দ্র (আসক) এর ব্যানারে এক মানব বন্ধন ও মাস্ক বিতরণী অনুষ্ঠিত হয়।

সাংবাদিক ও মানবাধীকার কর্মী রবিউল ইসলামের সঞ্চালণায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য পেশ করেন ইন্টারন্যাশনাল হিউমান রাইটস কমিশন বাংলাদেশ শাখার বিশেষ সমন্বয়কারী ও আইন সহায়তা কেন্দ্র (আসক) এর রাজশাহী সহকারী বিভাগীয় পরিচালক রুবাইত হাসান।

তিনি বলেন, নারী অধিকার নয় ,সরকারকে মানবাধিকার রক্ষায় ও প্রতিষ্ঠায় জোর দিতে হবে।আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়্যারম্যান আব্দুল আহাদ,নজিপুর শহর সদরের ইউপি চেয়্যারম্যান ,আসকের বাঁকরইল আঞ্চলিক শাখার সভাপতি মাহবুবুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পারগনা (ক্ষুদ্র নৃ গোষ্ঠী) সাংগঠনিক সম্পাদক লুইস মর্মু , সাংবাদিক মাহমুদুন্নবী ,মানবাধিকার কর্মী নূও আলম,জামিল ,নূর আলম শেখ স্থানীয় প্রশাসন ও গণমাধ্যম কর্মী প্রমুখ।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন