English

27.3 C
Dhaka
সোমবার, জুলাই ১৪, ২০২৫
- Advertisement -

নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার উদ্যোগে মহাস্থানে শীতবস্ত্র বিতরণ (ভিডিও)

- Advertisements -

গরীব অসহায় ও ছিন্নমূল মানুষের শীতে যেন চরম দুর্ভোগ পোহাতে না হয় সেই লক্ষ্যে নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক মহাস্থানে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। শুক্রবার রাত ৮টায়, মহাস্থান বাজারের পাশে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে ২য় ধাপে প্রায় অর্ধশতাধিক কম্বল বিতরণ করা হয়। নিরাপদ সড়ক চাই জেলা শাখার সদস্যদের সার্বিক সহযোগিতা এবং অক্লান্ত পরিশ্রমে সফলভাবে এ কর্মসূচি সম্পন্ন করা হয়।

শীত নিবারণকারী কম্বল পেয়ে যেন খুশির শেষ ছিল না ছিন্নমূল মানুষগুলোর। কম্বল পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করে এক বৃদ্ধা বলেন, ‘প্রচণ্ড শীতে আমাদের রাত কাটাতে খুব কষ্ট হতো। এখন বেশ ভালো ভাবে রাতে ঘুমাতে পারবো। আল্লাহ উনাদের ভালো করুক।’

সংগঠনের সভাপতি রোটাঃ মোস্তাফিজার রহমান বলেন, ‘শীতার্ত মানুষের কষ্ট লাঘব করতে সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসা উচিত। প্রতিবছরই আমরা বগুড়ার বিভিন্ন এলাকায় গরীব, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছি। তারই ধারাবাহিকতায় আমাদের এ কার্যক্রম। ভবিষ্যতেও বগুড়া নিরাপদ সড়ক চাই সংগঠন সমাজ সেবামূলক বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।’

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি রোটাঃ মোস্তাফিজার রহমান, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম রব্বানী শিপন, সাংগঠনিক সম্পাদক আল-আমীন, দপ্তর সম্পাদক জাহেদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান তালুকদার নিপু, রায়হান রহমান, জিল্লুর রহমান, আব্দুল আলিম, শফিকুল ইসলাম, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহাস্থান প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান মিটু সাধারণ সম্পাদক এসআই সুমন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভিডিও দেখতে ক্লিক করুন এখানে…

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1vz0
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন