English

30 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫
- Advertisement -

‘নেইমার শিগগিরই ফিরবে, ব্রাজিলকে আবারও বিশ্বকাপ জেতাবে’

- Advertisements -

নেইমার দলে নেই। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, তিনি ইচ্ছে করেই সেরা তারকাকে বাইরে রেখেছেন। বাকিদের পরখ করে নিতে চান। এর মধ্যে নেইমারকেও সময় দিতে চান ফিট হতে।

নেইমার কি ফিট হয়ে ফিরতে পারবেন? সর্বশেষ তিনি ব্রাজিলের হয়ে খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। গুরুতর হাঁটুর চোটে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন। ২০২৫ সালে দরিভাল জুনিয়রের দলে ডাক পেলেও ফিটনেস সমস্যার কারণে মাঠে নামতে পারেননি।

চোটের যে অবস্থা, ২০২৬ বিশ্বকাপে নেইমার খেলতে পারবেন কিনা; তা নিয়ে আছে ঘোর সংশয়। তবে উত্তরসূরীর প্রত্যাবর্তন নিয়ে ভীষণ আশাবাদী ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো।

২০০২ সালের বিশ্বকাপজয়ী এই মহাতারকা নেইমার প্রসঙ্গে বলেন, ‘আমি বিশ্বাস করি এটা শুধু সময়ের ব্যাপার। নামটা নেইমার, এখানে ফেরার প্রশ্ন নেই। খুব শিগগিরই সে আমাদের হয়ে ফিরবে। আবারও ব্রাজিলকে বিশ্বকাপ জিততে সাহায্য করবে।’

নেইমারের ফেরার দাবি তুললেও নতুন কোচ আনচেলত্তির সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানিয়েছেন রোনালদিনহো। এসি মিলানে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা মনে করিয়ে তিনি বলেন, ‘তিনি তো মাত্রই এসেছেন। আমি মিলানে তার সঙ্গে কাজ করেছি। সফল কোচ, অভিজ্ঞতায় ভরপুর। আমি তার জন্য শুভকামনা জানাই। আশা করি তিনি ব্রাজিলকে আবার শীর্ষে ফেরাতে পারবেন।’

এর আগে আনচেলত্তি নেইমারকে বাদ দেওয়ার ব্যাখ্যায় বলেন, ‘এই স্কোয়াডে আমি তাদের সুযোগ দিচ্ছি যাদের ততটা চিনি না। যদিও তাদের টেকনিক্যাল দক্ষতা সম্পর্কে জানি, তবে আমি দেখতে চাই আরও কারা জাতীয় দলে অবদান রাখতে পারে।’

২০২৬ বিশ্বকাপের টিকিট আগেই কেটে রেখেছে ব্রাজিল। তাই বাকি ম্যাচগুলোতে আনচেলত্তি নতুন খেলোয়াড়দের যাচাই করতেই মনোযোগী হচ্ছেন। তবে সমর্থকদের মতোই ব্রাজিলের সাবেক তারকারা নেইমারের প্রত্যাবর্তনের অপেক্ষায় দিন গুনছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/32w3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন