English

20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
- Advertisement -

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ কবে-কখন?

- Advertisements -

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র শেষে ব্রাজিলের গ্রুপ এখন নিশ্চিত। রেকর্ড পাঁচ বারের শিরোপাজয়ী ব্রাজিল গত ৫ ডিসেম্বর অনুষ্ঠিত অফিসিয়াল ড্র অনুযায়ী গ্রুপ সি-তে পড়েছে। তাদের সঙ্গে আছে মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি।

ব্রাজিল একমাত্র দল যারা ১৯৩০ সাল থেকে প্রতিটি বিশ্বকাপে খেলছে। তবে দলটা কনমেবল বাছাইয়ে ৮ জয়, ৪ ড্র ও ৬ হারে পঞ্চম স্থানে ছিল। তাদের গ্রুপে মরক্কোকে সবচেয়ে শক্ত প্রতিপক্ষ হিসেবে ধরা হচ্ছে। ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে খেলা মরক্কো বিশ্বকাপে এসেছে দারুণ ছন্দে। তারা বাছাইয়ে শীর্ষে থেকে সব ম্যাচ জিতেছে। শারীরিক শক্তিনির্ভর ফুটবল ও সংগঠিত রক্ষণভাগ ব্রাজিলের আক্রমণভাগকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে।

২৮ বছর পর স্কটল্যান্ড ফিরেছে বিশ্বকাপে। প্লে-অফ জিতে তারা জায়গা করে নেয়। তাদের রক্ষণাত্মক সাজানো দল এখন আরও অভিজ্ঞ। তাই তারা যে কোনো ম্যাচে চমক দিতে পারে।

হাইতি গ্রুপটি সম্পূর্ণ করেছে। কোস্টারিকা ও হন্ডুরাসকে পেছনে ফেলে তারা বাছাইয়ে শীর্ষে ছিল। দ্রুত প্রতি আক্রমণ ও দৌড়ের গতি তাদের শক্তি। মাত্র দ্বিতীয়বার বিশ্বকাপে উঠলেও তারা প্রতিপক্ষকে চাপে ফেলার ক্ষমতা রাখে।

এই গ্রুপের সব ম্যাচ এক নজরে দেখে নেওয়া যাক—

সি গ্রুপ : ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড

১৪ জুন- ব্রাজিল বনাম মরক্কো- নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়াম (ভোর ৪টা)

১৪ জুন- হাইতি বনাম স্কটল্যান্ড- বোস্টন (সকাল ৭টা)

২০ জুন- ব্রাজিল বনাম হাইতি- বোস্টন (ভোর ৪টা)

২০ জুন- স্কটল্যান্ড বনাম মরক্কো- ফিলাডেলফিয়া (সকাল ৭টা)

২৫ জুন- স্কটল্যান্ড বনাম ব্রাজিল- মায়ামি (ভোর ৪টা)

২৫ জুন- মরক্কো বনাম হাইতি- আটালান্টা (ভোর ৪টা)

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8hc1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন