বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আজ বুধবার নানা নাটকীয়তা ও গুঞ্জনের পর নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ১৬ জন। ফলে প্রার্থীর সংখ্যা নেমে এসেছে ৩৪-এ। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতোমধ্যে পরিচালক নির্বাচিত হয়েছেন ছয়জন।
ছয় পরিচালক ক্যাটেগরি-১ (বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা) থেকে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম সাবেক জাতীয় স্পিনার আব্দুর রাজ্জাক, যিনি খুলনা বিভাগ থেকে পরিচালক হয়েছেন। তার সঙ্গে খুলনা জেলা ক্রীড়া সংস্থার জুলফিকার আলী খানও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।
চট্টগ্রাম থেকে পরিচালক হয়েছেন আহসান ইকবাল চৌধুরী (বিভাগীয় ক্রীড়া সংস্থা) ও জনপ্রিয় গায়ক আসিফ আকবর (কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা)। সিলেট থেকে রাহাত শামস এবং বরিশাল থেকে শাখাওয়াত হোসেনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছেন। গুঞ্জন আছে, এদের বেশিরভাগই ক্রীড়া উপদেষ্টার ঘনিষ্ঠ।
ঢাকা, রাজশাহী ও রংপুরে ভোটযুদ্ধ
ঢাকায় হতে যাচ্ছে সবচেয়ে হাইভোল্টেজ লড়াই। এখানে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন এবং সাবেক পরিচালক এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। তিন প্রার্থীর মধ্যে দুজন হবেন পরিচালক।
রাজশাহীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাসিবুল আলম, মুখলেসুর রহমান ও এসএম শামস মতিন। রংপুরে লড়ছেন হাসানুজ্জামান, রেহাতুল ইসলাম খোকা ও নুর-এ-শাহাদৎ স্বজন। দুটি অঞ্চল থেকে নির্বাচিত হবেন একজন করে।
ক্লাব ক্রিকেট থেকে তুমুল প্রতিদ্বন্দ্বিতা
ক্যাটেগরি-২ (ঢাকার ক্লাব ক্রিকেট) থেকে নির্বাচিত হবেন ১২ পরিচালক। এখানে মনোনয়ন তুলেছিলেন ৩০ জনের মধ্যে ১৪ জন বাদ পড়েছেন—১৩ জন নিজেরাই সরে দাঁড়িয়েছেন, আরেকজন আদালতের মামলায় আপাতত বাইরে। ফলে ১৬ প্রার্থীর মধ্যে হবে মূল লড়াই।
সবচেয়ে আলোচিত নাম সাবেক অধিনায়ক ফারুক আহমেদ, যিনি চার মাস আগে বিসিবি সভাপতির পদ হারানোর পর আবার বোর্ডে ফেরার অপেক্ষায়। এ ক্যাটেগরিতে আরও আছেন লিজেন্ডস অব রূপগঞ্জের মোহাম্মদ লুতফর রহমান, ধানমন্ডি স্পোর্টস ক্লাবের ইসতিয়াক সাদেক, রূপগঞ্জ টাইগার্সের আদনান রহমান, প্রাইম দোলেশ্বরের আবুল বাশার, ঢাকা স্পারটান্সের আমজাদ হোসেন, ভিক্টোরিয়া ক্লাবের মোখলেছুর রহমান ভুঁইয়া ও মোহাম্মদ ফয়জুর রহমান ভুঁইয়া, যাত্রাবাড়ি ক্রীড়া চক্রের মেহরাব চৌধুরীসহ আরও অনেকে।
সাবেক ক্রিকেটারদের কোটা
ক্যাটেগরি-৩ থেকে একজন পরিচালক হবেন সাবেক ক্রিকেটার বা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কোটায়। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ (পাইলট) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দেবব্রত পাল।
নির্বাচনের রূপরেখা
বিসিবির মোট পরিচালকের পদ ২৫টি। এর মধ্যে ২৩ জন নির্বাচিত হন ভোটের মাধ্যমে, বাকি দুজন মনোনীত হন জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে। নির্বাচিত ২৫ পরিচালক পরবর্তীতে ভোট দিয়ে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করেন।
আগামী ৬ অক্টোবর (সোমবার) ঢাকার একটি হোটেলে দিনব্যাপী অনুষ্ঠিত হবে বিসিবির এই নির্বাচন। পরিচালক নির্বাচনের পর সন্ধ্যায় হবে সভাপতি নির্বাচন।