English

31 C
Dhaka
শনিবার, জুন ১৪, ২০২৫
- Advertisement -

রাঙামাটিতে গাছবোঝাই গাড়ি উল্টে ৩ নির্মাণশ্রমিক নিহত

- Advertisements -

রাঙামাটির বাঘাইছড়িতে গাছবোঝাই ছয় চাকার গাড়ি উল্টে তিন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ দুজন। বৃহস্পতিবার (১৫ মে) বিকালে উপজেলার সীমান্ত সড়কের আর্য্যপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নোয়াচান চাকমা (৫০) নেবারন চাকমা (৩২) লেট্টাউদো চাকমা (৪০)। তাদের প্রত্যেকের বাড়ি বাঘাইছড়ি উপজেলার বড় কচুছড়ি, বাঘাইছড়ি ইউনিয়নে।

আহতরা হলেন- গাড়িচালক সুমন চাকমা (৩০) ও সহেল চাকমা (৩৫)। আহত দুজন বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

স্থানীয়রা জানান, কচুছড়ি নামক এলাকা থেকে সেগুন কাঠবোঝাই ট্রাক্টর আর্য্যপুর জিরো পয়েন্ট এলাকায় আসার পথে রাবার বাগান এলাকায় গাড়ি উল্টে যায়। আহতদের উদ্ধার করে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধারে কাজ করছে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা।

বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কংকন চাকমা জানান, বিকালে চালকসহ ৫ জন গাড়িতে ছিল। বাসাবাড়ির কাজের জন্য গাছ স মিলে নিয়ে যাওয়ার পথে গাড়ি উল্টে ঘটনাস্থলেই মারা যায় ৩ জন ২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ দাহ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে এবং দাহকার্যে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বাঘাইছড়ি থানার ওসি হুমায়ুন কবির বলেন, ‘দুর্ঘটনার বিষয়ে কোনও অভিযোগ পাইনি তবে আমরা ঘটনাস্থল ও মৃত ব্যক্তিদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিচ্ছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।’

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরিন আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সীমান্ত সড়কের আর্যপুর এলাকায় গাড়ি উল্টে ঘটনাস্থলে ৩ নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন