English

29.5 C
Dhaka
শুক্রবার, জুলাই ১১, ২০২৫
- Advertisement -

কোহলিদের বিরুদ্ধে মামলা করল পুলিশ

- Advertisements -

নাসিম রুমি: বিরাট কোহলি দীর্ঘ ১৮ বছর পর চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেন ঠিকই। কিন্তু এই শিরোপার আনন্দ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু করবে কী, উল্টো মামলার মুখে পড়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

কোহলিদের দল বেঙ্গালুরুর বিপক্ষে মামলা করেছে তাঁর শহরের পুলিশ। নেপথ্যের কারণটাও সবার জানা। বেঙ্গালুরুর চিন্নাস্বোয়ামী স্টেডিয়ামে বিজয় উদযাপন করতে গিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে এবং আহত অর্ধশতাধিক। এই ঘটনায় কর্ণাটকের রাজ্য ক্রিকেট বোর্ড, ডিএনএ এন্টারটেইনমেন্ট ও আরসিবি ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে মামলা দায়ের করেছে বেঙ্গালুরু পুলিশ।

এই মামলার দায়িত্ব সিআইডিকে দেওয়া হবে কি না তা নিয়ে মন্ত্রী সভায় আলোচনা চলছে। পুলিশ পাঁচটি ধারায় এই মামলা দায়ের করেছে। কর্নাটক সরকার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তেরও নির্দেশ দিয়েছে। ১৫ দিনের মধ্যে সেই তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে আজ বিকেলে ১১ জনের মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নিহত হওয়া প্রত্যেকের পরিবারকে ১০ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছে আইপিএল চ্যাম্পিয়নরা। সেই সঙ্গে আহতদের চিকিৎসার জন্য ‘আরসিবি কেয়ারস’ নামে একটি ফান্ড গঠনের কথাও জানিয়েছে ফ্র্যাঞ্চাইজি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/h5fc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন