English

25.7 C
Dhaka
সোমবার, জুলাই ১৪, ২০২৫
- Advertisement -

পাঞ্জাব ফাইনালে উঠতেই চোখ টিপে উৎসবে মাতলেন প্রীতি

- Advertisements -

নাসিম রুমি: ১১বছরের অপেক্ষার অবসান। ২০১৪ সালের পর ফের আইপিএল ফাইনালে ‘আন্ডারডগ’ পাঞ্জাব। রবিবার দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বইকে হারানোর পরেই বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতলেন প্রীতি জিন্টা। কখনও শিশুদের মতো গ্যালারিতে লাফালেন। কখনও বা মাঠে নেমে এসে জড়িয়ে ধরলেন শ্রেয়স আইয়ারকে। আবার দলের তরুণ তুর্কি নেহাল ওয়াধেরার দিকে চোখ মারলেন।

মরণবাঁচন ম্যাচে ২০৪ রানের পাহাড় তাড়া করতে নেমেছিল পাঞ্জাব। রান চেজের সময়ে যোগ্য অধিনায়কের মতো দলকে লক্ষ্যের দিকে এগিয়ে দেন শ্রেয়স আইয়ার। ৪১ বলে ৮৭ রানের অপরাজিত ইনিংসই ম্যাচ ছিনিয়ে নেয় মুম্বইয়ের হাত থেকে। শ্রেয়সকে যোগ্য সঙ্গত করেন নেহাল, ৪৮ রান করে। তাঁদের দাপুটে পারফরম্যান্সেই ১১ বছর পর ফের ফাইনালে ওঠে পাঞ্জাব। দীর্ঘ অপেক্ষা শেষে দল ফাইনালে উঠতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন প্রীতি। শ্রেয়সের ব্যাট থেকে উইনিং শট গ্যালারিতে পড়তেই দু’হাত ছড়িয়ে লাফাতে শুরু করেন বলি অভিনেত্রী।

পাঞ্জাবের অন্য কর্ণধারদের সঙ্গে প্রীতির আইনি লড়াই চলছে বলে সূত্রের খবর। কিন্তু আইপিএলে ‘পাঞ্জাব দা পুত্তর’দের সমর্থনে গলা ফাটাতে ভোলেননি তিনি। দলের প্রায় প্রত্যেকটা ম্যাচেই গ্যালারিতে থেকেছেন পাঞ্জাব মালকিন। দলের জয়ে আনন্দ করেছেন, হারের পর ক্রিকেটারদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। তাই এদিন ফাইনালে ওঠার পর প্রীতির উচ্ছ্বাস বাঁধ মানেনি। ম্যাচ শেষ হতেই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেছেন শ্রেয়সকে। তরুণ তুর্কি নেহালের দিকে তাকিয়ে চোখ মারেন প্রীতি, সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়াতে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/qria
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন