শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে মাত্র দুজন ওপেনার। তাই বিকল্প ওপেনার কে? তা উঠছে প্রশ্ন। এর মাঝে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অভিজ্ঞতা আছে ওপেনিংয়ে খেলার। তাই গুঞ্জন রয়েছে ওপেনিংয়ে দেখা যেতে পারেন শান্তকে।
গল টেস্টের আগে সোমবার (১৬ জুন) সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের অধিনায়ক। প্রতিপক্ষ জেনে যাবে তাই নিজের ব্যাটিং পজিশন নিয়ে রহস্য রেখেছেন শান্ত। তিনি বলেন, ‘আমার ব্যাটিংটা আসলে কোন জায়গায় হবে, এটা কালকেই বলতে চাই। কারণ, আমি চাই না আমার যে প্রতিপক্ষ আছে, তারা আগে থেকে ওই ধারণাটা পেয়ে যাক। কাল আমরা কী কম্বিনেশনে যাব, তার ওপর নির্ভর করে ১১ জনের দল সাজানো হবে।’
জ্বরের কারণে এই টেস্টে মেহেদী হাসান মিরাজের খেলা নিয়ে রয়েছে শঙ্কা। এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘এখনো মিরাজের শরীরটা খারাপ আছে, (তবে) উন্নতি করছে। ওর খেলা না–খেলার ওপরে অনেক কিছু নির্ভর করছে। ওই জায়গাটা যদি ঠিক থাকে, তাহলে আমরা একটা ভালো কম্বিনেশন নিয়ে নামতে পারবো।’