English

29 C
Dhaka
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
- Advertisement -

পাকিস্তানকে হারানো এখন প্রায় অসম্ভব: রমিজ রাজা

- Advertisements -
Advertisements
Advertisements

‘শুধুমাত্র ক্রিকেটের কারণেই পুরো পাকিস্তান আজ একসারিতে এসে দাঁড়িয়েছে’- মন্তব্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজার। আরব আমিরাতে চলমান বিশ্বকাপ টি-টোয়েন্টিতে যে পারফরম্যান্স করে যাচ্ছেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা, তাতে সত্যি সত্যি ঝঞ্ছা-বিক্ষুব্ধ একটি জাতি-রাষ্ট্রকে এক কাতারে এনে দাঁড় করিয়েছে।
তার ওপর যে ধরনের ক্রিকেট খেলছে পাকিস্তান, তাতে তাদের হারানো যে কারও পক্ষেই অসম্ভব বলে অভিমত দিয়েছেন পিসিবিপ্রধান। পাকিস্তানের পারফরম্যান্সই রমিজ রাজার বক্তব্যকে সত্যায়ন করছে।
গ্রুপ-পর্ব থেকে এমনভাবে খেলে আসছে বাবর আজমরা, যেনো তাদের মোকাবিলা করার মতো দল এবার আর একটিও নেই। ১১ নভেম্বর (বৃহস্পতিবার) দুবাইয়ে দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান।
দলের এমন পারফরম্যান্সে খুশি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা। তিনি এক ভিডিও বার্তায় বলেন, ‘এখন পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স করছে পাকিস্তান। পারফরম্যান্স দিয়েই ক্রিকেট দল তাদের নামের ওপর থেকে অসঙ্গতির ট্যাগ সরিয়ে নিয়েছে। বাবর আজমের নেতৃত্ব, খেলোয়াড়দের আত্মবিশ্বাস এবং মাঠে নম্রতার কারণে দলটি সর্বত্র মানুষের ভালোবাসা কুড়িয়েছে।’
তিনি আরো যোগ করে বলেন, ‘কখনও আমরা জয়ের জন্য মরিয়া হয়ে থাকি। আপনার আত্মবিশ্বাস এমন পর্যায়ে পৌঁছে যে, মনে করেন আপনাকে কেউ হারাতে পারবে না। আমি তিনটি বিশ্বকাপ খেলেছি এবং খেলোয়াড় হিসেবে এই টুর্নামেন্ট খেলা অত্যন্ত কঠিন; কিন্তু বাবর তার দলের সদস্যদের যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, এটি একটি বড় সাফল্য।’
ভিডিওর শেষ অংশে তিনি বলেন, ‘ফলাফলের চিন্তা না করে একজন ক্রিকেটার হিসেবে আপনি আপনার সেরা খেলাটি খেলেন। আমি আপনাকে বলছি যে এই দলকে হারানো অসম্ভব। প্রতিপক্ষ যেই দলের হোক না কেন, আপনি আপনার একই ধাঁচের খেলা খেলে যান যেইটা আপনারা খেলে আসছেন।’

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন