English

32 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
- Advertisement -

প্রেমিকা সাবার সাফল্যে উচ্ছ্বসিত হৃতিক রোশন

- Advertisements -

নাসিম রুমি: সম্প্রতি এশিয়ান একাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস ২০২৪-এ সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন সাবা আজাদ। আমাজন মিনি টিভি সিরিজ ‘হু ইজ ইউর গাইন্যাক?’-এ কমেডি চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য এই পুরস্কার জিতেন সাবা। তার এই সাফল্যে উচ্ছ্বসিত প্রেমিক হৃতিক রোশন।

সাবার সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলিউডের এই অভিনেতা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘তোমার জন্য গর্বিত সা (সাবা)। এটি ছিল তোমার অবিশ্বাস্য পারফরম্যান্স!’

Advertisements

তিনি আরও লিখেছেন, ‘এশিয়ান একাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস ২০২৪–এ সেরা অভিনেতা/অভিনেত্রী (কমেডি) বিভাগে বিজয়ী হিসেবে তোমার নাম ঘোষণা করায় আমি আনন্দিত।’

২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর মুক্তি পায় ‘হু ইজ ইউর গাইন্যাক?’। এই সিরিজে ডা. বিদুষী কোটারি চরিত্রে অভিনয় করেন সাবা।

Advertisements

লোকমুখে ব্যাপক চর্চায় ছিল হৃতিক-সাবার সম্পর্কের কথা। কিন্তু হৃতিক মুখ খুলছিলেন না। অবশেষে ২০২২ সালে পরিচালক করণ জোহরের ৫০ তম জন্মদিনে হৃতিক প্রকাশ করেন তাদের সম্পর্কের কথা। এরপর থেকে প্রায়ই দু’জনকে একসঙ্গে দেখা যায়।

সুজান খানের সঙ্গে ২০১৪ সালে বিচ্ছেদ হয় হৃতিকের। তাদের দুটি সন্তান রয়েছে।

বর্তমানে সাবা আজাদ ‘হু ইজ ইউর গাইন্যাক?’ সিরিজের দ্বিতীয় সিজনের অভিনয়ে ব্যস্ত। অন্যদিকে, হৃতিক ইতালিতে ব্যস্ত ‘ওয়ার ২ ’-এর শুটিংয়ে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন