English

35 C
Dhaka
শনিবার, মে ৪, ২০২৪
- Advertisement -

বীর মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র পরিচালক তমিজ উদ্দিন রিজভীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

- Advertisements -

এ কে আজাদ: বীর মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র পরিচালক তমিজ উদ্দিন রিজভী’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২২ সালের ২৫ এপ্রিল, ঢাকায় মৃত্যুবরণ করেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। গুণী এই চলচ্চিত্র পরিচালক এর প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

Advertisements

তমিজ উদ্দিন রিজভী ১৯৪৭ সালের ১৪ আগস্ট, নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তিনি নাটকের সাথে জড়িত হন। জড়িত ছিলেন চলচ্চিত্র সংসদ আন্দোলনের সাথেও। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তমিজ উদ্দিন রিজভী। দেশ স্বাধীন হওয়ার পর তিনি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হন। খ্যাতিমান অনেক চলচ্চিত্রকারদের সঙ্গেই তিনি কাজ করেছেন। বেশ কয়েকটি ছবিতে তিনি অভিনয়ও করেছেন।

Advertisements

তমিজ উদ্দিন রিজভী পরিচালিত চলচ্চিত্র সমূহ- ছোট মা, আশীর্বাদ, জিদ্দি, জেলের মেয়ে, বিরোধ, আশা ভালোবাসা, জবাবদিহি প্রভৃতি।

নাট্য ও চলচ্চিত্র সংসদকর্মী, বীর মুক্তিযোদ্ধা, চলচ্চিত্র পরিচালক-প্রযোজক তমিজ উদ্দিন রিজভী চলচ্চিত্রের মানুষদের কাছে, খুবই ভালো মানুষ হিসেবে সুপরিচিত ছিলেন । অসাধারন ব্যাক্তিত্ববান ও একজন ভালো সংগঠকও ছিলেন তিনি। চলচ্চিত্রসংশ্লিষ্টদের স্মৃতিতে অম্লান হয়ে থাকবেন- তমিজ উদ্দিন রিজভী।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন