English

24 C
Dhaka
রবিবার, মে ৫, ২০২৪
- Advertisement -

আবারও শীর্ষে লিভারপুল

- Advertisements -

নাসিম রুমি: লড়াকু পারফরম্যান্স দেওয়ার পরও শেষ পর্যন্ত খালি হাতেই বাড়ি ফিরতে হয়েছে টেবিলের তলানির দল বার্নলিকে। কেননা তাদের ৩-১ গোলে হারিয়ে আবারও শীর্ষস্থান দখলে নিয়েছে লিভারপুল।

অ্যানফিল্ডে ম্যাচটি দেখতে উপস্থিত হয়েছিলেন রেকর্ড ৫৯ হাজার ৮৯৬ সংখ্যক দর্শক। প্রিমিয়ার লিগ ইতিহাসে এ স্টেডিয়ামে আগের রেকর্ডটি ছিল ৫৮ হাজার ৭৫৭ জন।

Advertisements

সব প্রতিযোগিতা মিলিয়ে অ্যানফিল্ডে টানা ২৭ ম্যাচ অপরাজিত লিভারপুল।

ঘরের মাঠে ৩১তম মিনিটে দিয়োগো জতার হেড থেকে এগিয়ে যায় স্বাগতিকরা। বার্নলি অবশ্য হাল ছাড়েনি তাতে। বিরতির আগ দিয়ে ঠিকই সমতায় ফিরে আসে।

যোগ করা সময়ে গোলটি করেন ও’শিয়া।

দ্বিতীয়ার্ধে আরও দাপুটে ফুটবল খেলে লিভারপুল। ম্যাচের ৫২তম মিনিটে  হার্ভে এলিয়টের শট থেকে লুইসদিয়াসের হেডে ফের এগিয়ে যায় তারা। এরপর ৭৯তম মিনিটে ব্যবধান বাড়ান দারউইন নুনিয়েস।

Advertisements

এলিয়টের ভাসানো বলে হেড করে অলরেডদের তিন পয়েন্ট নিশ্চিত করেন তিনি।

আর্সেনালের কাছে হেরে যাওয়ার পর শীর্ষস্থান নড়বড়ে হয়ে যায় লিভারপুলের। এভারটনকে হারিয়ে আজ গভীর রাতে তা দখলে নেয় ম্যানচেস্টার সিটি। কিন্তু দুই ঘণ্টার ব্যবধানে আবারও শীর্ষে ফিরে আসে অলরেডরা। ২৪ ম্যাচে তাদের সংগ্রহ ৫৪ পয়েন্ট।

এক ম্যাচ কম খেলে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটি।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন