English

39 C
Dhaka
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
- Advertisement -

আর্জেন্টিনার জন্য যেকোনো মূল্যে জিততে চান দি পল

- Advertisements -

‘যেখানেই বল, সেখানেই দি পল’ কিংবা লিওনেল মেসির ‘বডিগার্ড’—আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দি পলের প্রসঙ্গ উঠলে, এসব কথা অবধারিতভাবে চলে আসে। মাঝমাঠ সামলানোর পাশাপাশি উত্তেজনাপূর্ণ মুহূর্তে নিজের সরব উপস্থিতিতে সাম্প্রতিক সময়ে আর্জেন্টাইন সমর্থকদের পছন্দের তালিকায় ওপরের দিকে থাকে তাঁর নাম।

Advertisements

তাই দি পল দলে থাকা মানে বাড়তি কিছু যোগ হওয়া। মাঝে চোটে পড়ে কিছুটা শঙ্কায় থাকলেও পরে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে দারুণভাবে ফিরে এসেছেন দি পল। এখন ক্রোয়েশিয়ার বিপক্ষে আজকের ম্যাচেও উজ্জীবিত দি পলকে দেখতে চাইবে আর্জেন্টিনা দল ও সমর্থকেরা। দি পল নিজেও বলেছেন আর্জেন্টিনাকে শিরোপা এনে দিতে ঝাঁপিয়ে পড়ার কথা।

৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটাতে আর্জেন্টিনার প্রয়োজন আর মাত্র দুটি জয়। আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে জিতলেই স্বপ্নের ফাইনাল। এ ম্যাচে দারুণ কিছু করতে চান দি পল।

দেশকে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত এনে দিতে তিনি সবকিছু উজাড় কর দিতে চান। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দি পল লিখেছেন, ‘আর্জেন্টিনা তোমার জন্য, আমাদের জন্য, দেশের জন্য। কাল (আজ) আমরা যেকোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ থাকব।’

Advertisements

নিজের ইনস্টাগ্রামে এই পোস্টে লক্ষ্য পরিষ্কার করেছেন দি পল। যেখানে একটি ভিডিও সংযুক্ত করেছেন এই আতলেতিকো মাদ্রিদ তারকা। সেই ভিডিওতে দলের রুদ্ধশ্বাস জয় উদ্‌যাপন করতে দেখা যায় দি পলকে। এখন যেকোনো মূল্যে সামনে আসা সুযোগ আর হাতছাড়া করতে চান না তাঁরা।

তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে আজকের লড়াই অবশ্য খুব একটা সহজ হবে না। কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ব্রাজিলকে হারিয়ে সেমির টিকিট পেয়েছে মদরিচ–পেরিসিচরা। মূল লড়াই হবে দুই দলের মাঝমাঠে। সেখানে যারা ভালো করবে, তাদের ফাইনালে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। আর মাঝমাঠে আর্জেন্টিনাকে ছড়ি ঘোরাতে হলে বড় ভূমিকা রাখতে হবে দি পলকে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন