English

33 C
Dhaka
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
- Advertisement -

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ফাইনাল রাউন্ডে ব্রাজিল

- Advertisements -

‘জুনিয়র কোপা আমেরিকা’ খ্যাত অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপের ৩০তম আসরে ‘এ’ গ্রুপে নিজেদের আগের তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্টে আগেই ফাইনাল রাউন্ড নিশ্চিত ছিল ব্রাজিল ও প্যারাগুয়ের। ফলে শেষ ম্যাচে দুই দলের লড়াই রূপ নেয় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার।

Advertisements

শনিবার (২৮ জানুয়ারি) কলাম্বিয়ার এস্তাদিও দেপোর্টিভো স্টেডিয়ামে এমন সমীকরণের ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিলের যুবারা। এতে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই ফাইনাল রাউন্ডে উঠে গেল টুর্নামেন্টের ১১ বারের চ্যাম্পিয়নরা।

Advertisements

এদিন প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েছিল ব্রাজিলের যুবারা। ২২তম মিনিটে কেভিন পেরেইরার গোলে লিড নেয় প্যারাগুয়ে। তবে ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেননি ব্রাজিলের ফরোয়ার্ডরা। ৩০তম মিনিটে স্টেনিওর গোলে সমতায় ফেরে পেলে-নেইমারদের অনুসারীরা।

প্রথমার্ধে ১-১ গোলের সমতায় দুই দল বিরতি থেকে ফিরে আক্রমণে ধার বাড়িয়েছিল। তবে দ্বিতীয়ার্ধের দশ মিনিটের মাথায় প্যারাগুয়ের জালে আবারও বল জড়ান ব্রাজিলের রোনাল্ড কাদোসো ফাল্কসি। এতে জয়ের পথ তৈরি হয়ে যায় সেলেসাওদের।

যদিও ম্যাচের শেষ পর্যন্ত গোলের জন্য চেষ্টা করেছিল ব্রাজিলের খেলোয়াড়রা। তবে আর কোনো গোল না হলে নির্ধারিত সময়ে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যামাজনের দেশটি।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন