English

35 C
Dhaka
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
- Advertisement -

টানা তৃতীয় জয়ে দুইয়ে উঠলো বার্সেলোনা

- Advertisements -

রায়ো ভায়োকানোর সঙ্গে পয়েন্ট খুইয়ে লা লিগার নতুন মৌসুমে যাত্রা শুরু করেছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ঘুরে দাঁড়াতে সময় নিলো না জাভি হার্নান্দেজের দল। টানা তৃতীয় জয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে গেছে কাতালান ক্লাবটি।

শনিবার রাতে সেভিয়ার মাঠে খেলতে গিয়ে উজ্জীবিত পারফরম্যান্সে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। দলের জয়ে আবারও গোল করেছেন বায়ার্ন মিউনিখ থেকে আসা তারকা স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি।

Advertisements

বার্সার হয়ে অন্য দুই গোল করেছেন রাফিনহা ও এরিক গার্সিয়া। দুই গোলে অ্যাসিস্ট করেছেন শেষ মুহূর্তে দলভুক্ত হওয়া তারকা ডিফেন্ডার জুলস কুন্ডে।

নিজেদের ঘরের মাঠে ম্যাচের শুরুর দিকে বার্সেলোনাকে বেশ চাপে রেখেছিল সেভিয়া। তবে গোলরক্ষক মার্ক টের স্টেগান ও রক্ষণভাগের দৃঢ়তায় বার্সার গোলবার সুরক্ষিতই থাকে।

Advertisements

উল্টো ম্যাচের ২১ মিনিটে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার গোলে লিড নেয় বার্সেলোনা। বিরতির আগেই ব্যবধান দ্বিগুণ করেন লেওয়ানডস্কি। কুন্ডের বুদ্ধিদীপ্ত থ্রু বলে নিখুঁত ফিনিশিংয়ে চলতি লিগে নিজের পঞ্চম গোলটি করেন পোলিশ তারকা।

দ্বিতীয়ার্ধে ফিরে আবারও বল বানিয়ে দেন কুন্ডে। রাফিনহার ক্রসে হেডেই পাস দেন তিনি। সেই বল থেকে সহজেই বাকি কাজ সারেন স্প্যানিশ তরুণ এরিক গার্সিয়া।

এ জয়ের পর চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুই অবস্থান করছে বার্সেলোনা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন