English

36 C
Dhaka
শুক্রবার, মে ৩, ২০২৪
- Advertisement -

রুনির ভবিষ্যদ্বাণীই সত্যি হলো

- Advertisements -
উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মধ্যকার সেমিফাইনালের ফল নিয়ে অনেকেই ভবিষ্যৎবাণী করেছিলেন। কেউ কেউ বলেছিলেন ম্যানসিটি জিতবে, আবার অনেক ফুটবল বিশেষজ্ঞ বলেছিলেন রিয়াল জিতবে। তবে ভবিষ্যৎবাণীর ক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে গেছেন সাবেক ইংলিশ তারকা ওয়েন রুনি। তিনি ম্যানসিটির জয়ের কথাই শুধু বলেননি, বলেছিলেন রিয়ালকে গুঁড়িয়ে দেওয়া হবে। বাস্তবে সেটাই হলো।

বার্নাব্যুতে প্রথম লেগ ১-১ ড্র হলেও ঘরের মাঠ ইতিহাদে দ্বিতীয় লেগে রিয়ালকে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি। বর্তমান চ্যাম্পিয়নদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে পেপ গার্দিওলার দল। ৪-০ ব্যবধানে রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট কেটেছে পেপ গার্দিওলার দল। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনাল উঠল সিটি।

রিয়াল-ম্যানসিটির মধ্যকার প্রথম লেগের আগে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসে লেখা এক কলামে রুনি লিখেছেন, ‘চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে শুধু হারাবেই না ম্যানচেস্টার সিটি, স্রেফ গুঁড়িয়ে দেবে। অবশ্যই আমি ভুল হতে পারি। তবে আমার কেবল মনে হচ্ছে, সিটি খুবই ভালো, তারা অন্য লেভেলের ফুটবল খেলছে।’

ম্যানচেস্টার ইউনাইটেডের এই সাবেক তারকা আরো লিখেন, ‘এক বছর আগে, এই পর্যায় থেকে সিটিকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছিল মাদ্রিদ। তবে পরিস্থিতি এখন ভিন্ন। রক্ষণে সিটি আগের চেয়ে ভালো, আর বেশি ধৈর্যশীল দল। এমনভাবে খেলছে যেন পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে তারা। তবে অবশ্যই সবচেয়ে বড় পরিবর্তন হলো আর্লিং হালান্ড।’

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন