English

37 C
Dhaka
বুধবার, মে ১, ২০২৪
- Advertisement -

সমর্থনে এগিয়ে মোহামেডান!

- Advertisements -
Advertisements
Advertisements

ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঢোকার মুখেই মোহামেডান সমর্থকদের জটলা। তারা মিছিল করছেন সাদাকালো পতাকা নিয়ে। সংখ্যায় বেশি না হলেও বহুদিন বাদে দেখা গেল এই দৃশ্য। তাদের বিশ্বাস, মোহামেডান জেগেছে।

চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে আজ মঙ্গলবার সোয়া তিনটায় ফেডারেশন কাপের ফাইনালে দেখা যাবে সাদাকালোর জাগরণ।স্থানীয় সমর্থক জাহাঙ্গীর দাবি করেন, ‘কুমিল্লা হলো মোহামেডানের ঘাঁটি। আমাদের সমর্থনে দল আজ খুব ভাল খেলবে। ফাইনালে আবাহনীকে হারিয়ে মোহামেডানের নতুন ইতিহাস শুরু করবে কুমিল্লা থেকে।
২০০৯ সালের পর থেকে তারা জেতে না ফেডারেশন কাপ। মোহামেডানের ঐতিহ্য ক্ষয়ে গেলেও জারি ছিল আবাহনীর দাপট। এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন তারা।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ জেতা তাদের অভ্যাসে পরিণত হলেও কুমিল্লায় একটু কঠিনই হবে। গত ২৬ মে এই ভেন্যুতে লিগ ম্যাচে মোহামেডানের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ে শেষমেষ ১-১ গোলে ড্র করে আবাহনী। 

ওই ম্যাচকে আজকের ফাইনালের ড্রেস রিহার্সেল ধরলে দু-পক্ষই প্রায় সমানে-সমান। তবে আবাহনী খানিকটা যেন পিছিয়ে দর্শক সমর্থনে। নীল-আকাশী জার্সি পড়া কিছু সমর্থক এসেছে ঢাকা থেকে, সঙ্গে স্থানীয় কিছু সমর্থক।

তাদের সমর্থনে আজ রাফায়েল-কলিনদ্রেসদের বড় পরীক্ষা হবে কুমিল্লায়।
সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন