English

26.6 C
Dhaka
বুধবার, জুলাই ৩০, ২০২৫
- Advertisement -

চালকের ঘুমে বাস উল্টে হেলপার নিহত, আহত ১৯

- Advertisements -

ময়মনসিংহে চলন্ত অবস্থায় চালক ঘুমিয়ে পড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে সড়কে উল্টে গেছে। এতে ঘটনাস্থলেই মো. মঞ্জুরুল হাসান (৪১) নামে বাসের হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৯ জন।

বুধবার (১১ জুন) সকাল পৌনে ৮টার দিকে নগরীর চায়না মোড় এলাকায় গ্যাসোলিন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপার মঞ্জুরুল হাসান শেরপুরের শ্রীবর্দীর এলাকার বাসিন্দা।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জুনায়েদ এক্সপ্রেস যাত্রীবাহী বাসটি শেরপুর থেকে ছেড়ে এসে ঢাকার দিকে যাচ্ছিলো। সকাল পৌনে ৮টার দিকে চায়না মোড় এলাকায় গ্যাসোলিন ফিলিং স্টেশনের সামনে পর্যন্ত আসতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা ডিভাইডারের ওপরে উঠে ডিভাইডার ভেঙে সড়কে উল্টে যায়। এসময় ঘটনাস্থলে একজন নিহত হন।

এসময় আহত হয়েছেন অন্তত ১৯ জন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ওসি আরও বলেন, গাড়ি চলন্ত অবস্থায় চালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে চালককে পায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর আহত অবস্থায় হাসপাতালে ১৯ জন এসেছে। তাদের মধ্যে শিশুসহ ৭ জনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। ভর্তি থাকা রোগিদের চিকিৎসকরা যথাযথ চিকিৎসা দিচ্ছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/gq5x
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন