English

39 C
Dhaka
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
- Advertisement -

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ১০ হাজার ২৮০ জনের

- Advertisements -

বিশ্বে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাষ্ট্রে ১ লাখ ৫৫ হাজার ২৯৭ জন।সর্বোচ্চ মৃত্যু ইন্দোনেশিয়ায় ১ হাজার ৪৩২ জনের।সর্বোচ্চ সুস্থ ইন্দোনেশিয়ায় ৪২ হাজার ৩ জন।

আজ শনিবার (১৪ আগষ্ট) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ কোটি ৬৯ লাখ ৭৪ হাজার ৮৮০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ লাখ ২৪ হাজার ৫৫৩ জন। নতুন করে প্রাণ গেছে ১০ হাজার ২৮০ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৪৩ লাখ ৫৮ হাজার ৪৭১ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ৫৫ লাখ ৯৯ হাজার ২১২ জন বা আক্রান্তের ৯৮%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৬ হাজার ৮৮৪ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ১ কোটি ৬৯ লাখ ১৩ হাজার ৭৫৮ জন বা আক্রান্তের ৯৯.৪% এবং গুরুতর অসুস্থ ১ লাখ ৩ হাজার ৪৩৯ জন বা আক্রান্তের ০.৬%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৩ কোটি ৭৩ লাখ ৬৪ হাজার ৭০০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৫ হাজার ২৯৭ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৬ লাখ ৩৭ হাজার ১৬১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৭৬৯ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৩ কোটি ১ লাখ ৩০ হাজার ৯২ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৮ হাজার ৭৭৫ জন, মৃত্যু ৪৭৭ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২১ লাখ ৫৫ হাজার ৮২৭ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৪ লাখ ৩০ হাজার ৭৬২ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৩ লাখ ৩০ হাজার ৫০৭ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩ লাখ ১৯ হাজার জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৯৩৩ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ লাখ ৬৭ হাজার ৯১৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৯২৬ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ১ কোটি ৯১ লাখ ৭৩ হাজার ৯১৭ জন সুস্থ হয়েছেন।

আক্রান্তে চতুর্থ অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৫ লাখ ৫৭ হাজার ৬৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২২ হাজার ২৭৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৬৮ হাজার ৮৬৪ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৮১৫ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৫৮ লাখ ৪৮ হাজার ৩৪০ জন।

Advertisements

ফ্রান্সে মোট আক্রান্ত ৬৪ লাখ ২৫ হাজার ৪৩৬ জন। মারা গেছেন ১ লাখ ১২ হাজার ৫৬১ জন এবং সুস্থ হয়েছেন ৫৮ লাখ ৬৬ হাজার ২০৮ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৬ হাজার ৪৫৩ জন এবং মৃত্যু ৭৪ জনের।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬২ লাখ ১১ হাজার ৮৬৮ জন। মারা গেছেন ১ লাখ ৩০ হাজার ৮০১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩২ হাজার ৭০০ জন এবং মৃত্যু ১০০ জনের। সুস্থ হয়েছেন ৪৭ লাখ ৭০ হাজার ৫৬ জন।

তুরস্কে মোট আক্রান্ত ৬০ লাখ ৩৯ হাজার ৮৫৭ জন। মোট মৃত্যু ৫২ হাজার ৮৬০ জনের এবং সুস্থ হয়েছেন ৫৫ লাখ ৭৫ হাজার ২১৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২১ হাজার ৩৭২ জন এবং মৃত্যু ১৫৭ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৫০ লাখ ৭৪ হাজার ৭২৫ জন। মারা গেছেন ১ লাখ ৮ হাজার ৮১৫ জন এবং সুস্থ হয়েছেন ৪৭ লাখ ২৫ হাজার ৪২৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৪৭২ জন এবং মৃত্যু ২৪৬ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৪৮ লাখ ৬০ হাজার ৬২২ জন। মারা গেছেন ১ লাখ ২৩ হাজার ২২১ জন এবং সুস্থ হয়েছেন ৪৬ লাখ ৮১ হাজার ২৩১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ২৭ জন। মৃত্যু ১২৪ জনের।

স্পেনে আক্রান্ত ৪৬ লাখ ৯৩ হাজার ৫৪০ জন। মোট মৃত্যু ৮২ হাজার ৪৭০ জনের আর সেরে উঠেছে ৩৮ লাখ ৮৮ হাজার ৭১৭ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৫ হাজার ৬৫৭ জন, মৃত্যু ৬৩ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ২৭ হাজার ৮২৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৪০৯ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৩৭৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪৫ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৪১ লাখ ৭৫ হাজার ১৯৮ জন।

ইরানে মোট আক্রান্ত ৪৩ লাখ ৫৯ হাজার ৩৮৫ জন। মোট মৃত্যু ৯৬ হাজার ৭৪২ জনের এবং সুস্থ হয়েছেন ৩৬ লাখ ৭৪ হাজার ৫২৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৯ হাজার ১১৯ জন এবং মৃত্যু ৫২৭ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ৩৮ লাখ ১৯ হাজার ৮৪৫ জন। মোট মৃত্যু ৯২ হাজার ৩৬৭ জনের এবং সুস্থ হয়েছেন ৩৬ লাখ ৭৫ হাজার ৮০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৫২৯ জন, মৃত্যু ১৯ জনের।

Advertisements

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৩৮ লাখ ৪ হাজার ৯৪৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩০ হাজার ৭৮৮ জন। মোট মৃত্যু ১ লাখ ১৫ হাজার ৯৬ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১ হাজার ৪৩২ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩২ লাখ ৮৯ হাজার ৭১৮ জন।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৩০ লাখ ৪৫ হাজার ৫৭১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৪ হাজার ৯৭৫ জন। মোট মৃত্যু ২ লাখ ৪৬ হাজার ৮১১ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৬০৮ জনের। এবং সুস্থ হয়েছেন ২৩ লাখ ৯০ হাজার ৭৫ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৮৪ হাজার ৯৭৪ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৫ হাজার ২৯৭ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ২৬ লাখ ৫৫ হাজার ১৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৯৬ জন এবং মৃত্যু ৬ জনের।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ২৫ লাখ ৮২ হাজার ৪২৭ জন। মোট মারা গেছেন ৭৬ হাজার ৬৩১ জন। সুস্থ হয়েছেন ২৩ লাখ ৫৫ হাজার ২৫৪ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ৯১৬ জন, মৃত্যু ৩৮৪ জনের।

ইউক্রেনে মোট আক্রান্ত ২২ লাখ ৬৩ হাজার ৮৬৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ২৬৩ জন। মোট মৃত্যু ৫৩ হাজার ২১৭ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪৪ জনের এবং সুস্থ হয়েছেন ২১ লাখ ৯৫ হাজার ৭৯৮ জন।

পেরুতে মোট আক্রান্ত ২১ লাখ ৩১ হাজার ৩৩৭ জন। মোট মৃত্যু ১ লাখ ৯৭ হাজার ২৭৯ জন। আর সুস্থ হয়েছেন ১৭ লাখ ২০ হাজার ৬৬৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৩১৯ জন,মৃত্যু ৭০ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ১৮ লাখ ৯৭ হাজার ৩৪৪ জন। মোট মৃত্যু ১৭ হাজার ৯০০ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৬৭৭ জন, মৃত্যু ৬ জনের।সুস্থ হয়েছেন ১৭ লাখ ৩৭ হাজার ২৩২ জন।

এদিকে করোনা আক্রান্তের ২৬ নম্বরে উঠে আসা বাংলাদেশে এখন পর্যন্ত ১৪ লাখ ৫ হাজার ৩৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৩ হাজার ৮১০ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১২ লাখ ৭৩ হাজার ৫২২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৪৬৫ জন, মৃত্যু ১৯৭ জনের।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন