আফগানিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় অন্তত নয়জন নিহত হয়েছে। দেশটির মধ্যাঞ্চলের ওয়ারডাক প্রদেশে বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ এ খবর জানিয়েছে।
এখনো দুর্ঘটনার কারণ জানা যায়নি। জানা গেছে, বিধ্বস্ত হেলিকপ্টারটির চার ক্রু সদস্য ও নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছে।
উল্লেখ্য, ওই এলাকায় বেশ কিছুদিন হলো আফগান বাহিনী ও স্থানীয় মিলিশিয়াদের মধ্যে তীব্র লড়াই চলে আসছে। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার মূল কারণ খতিয়ে দেখা হচ্ছে। সূত্র : ডয়চে ভেলে।