বিশ্বখ্যাত মার্কিন বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ওপর নিষেধাজ্ঞ আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এখন নতুন করে বিদেশি শিক্ষার্থী নিতে পারবে না তারা। আর বর্তমান বিদেশি শিক্ষার্থীদের অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হবে। এমন পরিস্থিতে হাজারো শিক্ষার্থী বিপাকে পড়েছে। তাদের মধ্যে রয়েছে বেলজিয়ার রাজকুমারী এলিজাবেথ ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির মেয়ে ক্লিও কার্নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
বেলজিয়ামের রাজপ্রাসাদের মুখপাত্র লোর ভানদুরনে এবং যোগাযোগ পরিচালক হাভিয়ার বেয়ার্ট উভয়েই এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, রাজকুমারী এলিজাবেথ সবেমাত্র তার প্রথম বর্ষের পড়াশোনা শেষ করেছেন এবং ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের প্রভাব আগামী দিন ও সপ্তাহগুলোতে স্পষ্ট হবে।
রাজপ্রাসাদ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং স্থিতিশীল হওয়ার জন্য অপেক্ষা করছে বলেও জানান তিনি।
রাজকুমারী এলিজাবেথ বেলজিয়ামের রাজা ফিলিপ এবং রানি ম্যাথিল্ডের জ্যেষ্ঠ সন্তান এবং বেলজিয়ামের সিংহাসনের উত্তরাধিকারী। হার্ভার্ডে যোগ দেওয়ার আগে, তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইতিহাস ও রাজনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
অন্যদিকে ক্লিও কার্নির কেবল তার স্নাতক প্রথম বর্ষ শেষ করেছেন। তার ব্যাপারে কানাডার সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।