English

30 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
- Advertisement -

আশরাফ গনিকে ‘ভণ্ড’ বললেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

- Advertisements -

আফগানিস্তানের ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনিকে ‘পুরাদস্তুর ভণ্ড’ আখ্যা দিয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি বলেন, গনি শুধু নিজের ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করেছেন এবং তালেবানের সঙ্গে শান্তি আলোচনার ক্ষেত্রে প্রধান বাধা ছিলেন।

চলতি সপ্তাহে প্রকাশিত ‘নেভার গিভ অ্যান ইঞ্চ : ফাইটিং ফর দ্য আমেরিকা আই লাভ’ শীর্ষক নিজের বইয়ে এ মন্তব্য করেন পম্পেও।

মাইক পম্পেও দাবি করেন, গনি ও সাবেক আফগান প্রধান নির্বাহী আবদুল্লাহ সরকারের সর্বোচ্চ পর্যায়ের দুর্নীতিতে জড়িত ছিলেন। তাঁদের কারণে সময়ের আগেই যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান ছাড়তে বাধ্য হয় মার্কিন সেনারা।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলের এই পররাষ্ট্রমন্ত্রীর দাবি, ‘যখনই আলোচনা এগোত, বাধা হয়ে দাঁড়াতেন গনি। আমি বিশ্বের অনেক নেতার সঙ্গে সাক্ষাত্ করেছি এবং গনি ছিলেন আমার সবচেয়ে অপছন্দের। তিনি ছিলেন পুরাদস্তুর ভণ্ড, যাঁর কারণে অনেক মার্কিন নাগরিকের প্রাণ ঝরেছে। ক্ষমতা আঁকড়ে থাকাই ছিল তাঁর একমাত্র উদ্দেশ্য। ক্ষমতা বিসর্জন দিয়ে গনি দেশের জন্য ঝুঁকি নিতে পারেন, এমনটা আমার কখনোই মনে হয়নি।’

ব্যাপক কারচুপি করে আশরাফ গনি আফগানিস্তানের জাতীয় নির্বাচনে পুনরায় জয় পেয়েছেন বলেও দাবি করেন পম্পেও। তিনি বলেন, ‘ভোটার ও ভোট গণনাকারীদের বিপুল পরিমাণ অর্থ ঘুষ দিয়েছিলেন গনি। পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন, তা নিয়ে গনি ও আবদুল্লাহ দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।’

পম্পেও বলেন, ‘আফগানিস্তানে যুক্তরাষ্ট্র যে সহায়তা পাঠাত, সেখান থেকে কয়েক কোটি ডলার আত্মসাত্ করেছেন আশরাফ গনি ও আবদুল্লাহর সহযোগীরা। সরকারের উচ্চ পর্যায়ের দুর্নীতির কারণে আমরা সময়ের আগেই আফগানিস্তান ছাড়তে বাধ্য হই।’

মার্কিন কর্তৃপক্ষ আফগানিস্তান ছাড়ার ঘোষণা দেওয়ার পরপর চারদিক থেকে রাজধানী কাবুলকে ঘিরে ফেলতে শুরু করে তালেবান। ২০২১ সালের ১৫ আগস্ট পুনরায় দেশটির ক্ষমতা দখলে নেয় তালেবান। অবস্থা বেগতিক দেখে দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট আশরাফ গনি। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে নির্বাসনে থাকা গনির দাবি, সম্ভাব্য ‘রক্তপাত’ বন্ধ করতে তিনি দেশ ত্যাগ করেন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন