English

35 C
Dhaka
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
- Advertisement -

ইতিহাসের প্রথম মুসলিম হিসেবে হোয়াইট হাউজে সাংবাদিকদের মুখোমুখি কাশ্মীরি কন্যা সামিরা ফাজিলি

- Advertisements -

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম হোয়াইট হাউজের পক্ষ থেকে কোনো মুসলিম-আমেরিকান সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন। তার নাম সামিরা ফাজিলি। সামিরা যুক্তরাষ্ট্রের জটিল ‘সাপ্লাই চেইন’ প্রক্রিয়া পুনর্গঠনে বাইডেন প্রশাসনের পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। হোয়াইট হাউজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

Advertisements

২৪ ফেব্রুয়ারি হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি (যিনি নিজেও একজন নারী) সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামিরার সাথে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন। সামিরা ফাজিলির নাম ঘোষণার সময় জেন সাকি মজা করে বলেন আমি সম্ভবত আপনার নামের শেষ অংশটার (ফাজিলি) বারোটা বাজিয়ে দিয়েছি যেমনটা আমার নামের (Psaki) ক্ষেত্রেও হয়ে থাকে। আমি এটা ঠিক করা নিয়ে কাজ করবো।

Advertisements

উল্লেখ্য, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জন্ম নেওয়া যে দুইজন কাশ্মীরি-আমেরিকান নারী জো বাইডেনের প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন তাদের একজন হলেন এই সামিরা ফাজিলি, অন্যজন আয়েশা শাহ। হোয়াইট হাউজের জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের উপপরিচালক হিসেবে নিয়োগ পাওয়া সামিরার কাজ হলো- জাতীয় অর্থনৈতিক কাউন্সিলে অর্থনৈতিক নীতি নির্ধারণের প্রক্রিয়া সমন্বয় করে প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নীতি সম্পর্কে পরামর্শ প্রদান।

সামিরা ইয়েল ল’ স্কুলের আইনি ক্লিনিক্যাল প্রভাষক ছিলেন। তিনি ইয়েল ল’ স্কুল থেকে আইন বিভাগ এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

আটলান্টা ফেডারেল রিজার্ভ ব্যাংকের পরিচালক হিসেবে কাজ করা সামিরা এর আগে ওবামা-বাইডেন প্রশাসনে হোয়াইট হাউজের জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের সিনিয়র পলিসি উপদেষ্টা এবং দেশীয় অর্থ ও আন্তর্জাতিক বিষয়ক উভয় ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের সিনিয়র উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন।
সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

মোস্তাফিজ চেন্নাইকে হারালেন

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন