English

38 C
Dhaka
বৃহস্পতিবার, মে ২, ২০২৪
- Advertisement -

বিয়ের অনুষ্ঠানে গান বন্ধ না করায় গোলাগুলি, নিহত ৩

- Advertisements -
Advertisements
Advertisements

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় ননগরহর প্রদেশের সরখরুদ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে গান বাজানোয় তিনজনকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। এসময় নিজেদের তালেবান হিসেবে দাবি করেন তারা। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, শুক্রবার রাতে নিজেদের তালেবান পরিচয় দিয়ে তিন বন্দুকধারীরা এক বিয়ের অনুষ্ঠানে প্রবেশ করে। এসময় তারা গান বাজনা বন্ধ করতে বললে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয় এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে ইতোমধ্যে নিজেদের হেফাজতে নিয়েছে তালেবান। আর পলাতক অপর একজনকে ধরার জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।
জাবিহুল্লাহ মুজাহিদ জানান, গ্রেপ্তারকৃতরা তালেবানের পক্ষ হয়ে কাজ করার কথা অস্বীকার করেছে। তারা নিজেদের ব্যক্তিগত শত্রুতার জন্য ইসলামি আমিরাতের নাম ব্যবহার করেছে। এ কারণে অপরাধীদের শরীয়া আইনে বিচার করা হবে।
নানগারহার প্রদেশের তালেবান গভর্নরের মুখপাত্র কাজী মোল্লা আদেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন